শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০১৮, ১০:০২ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০১৮, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে গণতান্ত্রিক পরিবেশ নেই, নেতা-কর্মীরা ঘর থেকে বের হলেই গ্রেফতার করছে পুলিশ

মো.সাদ্দাম হো‌সেন,ঠাকুরগাঁও: নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে হত্যা করেছে এই সরকার । দলীয় নেতা-কর্মীরা ঘর থেকে বের হলেই তাদের গ্রেফতার করছে পুলিশ । আজগুবি ও গায়েবি ঘটনায় হাজার-হাজার নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে।

আজ বুধবার দুপুর ১২টায় তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ধন্দগাঁও উনত্রিশ মাইল ও খোঁচাবাড়ি এলাকায় দূর্গাপূজা মণ্ডপ পরিদর্শণ শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ জেলা, উপজেলা ও তৃণমূলের নেতা কর্মীরা ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধীতা করে মির্জা ফখরুল বলেন এই সরকার অত্যাচারি, জুলুমবাজ ও খুনি সরকার । বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রেখে চিকিৎসা করতে দিচেছ না । দেশে নির্বাচনের কোন পরিবেশে নেই । বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপি নির্বাচনে অংশ নেবে না ।

তিনি বলেন দূর্গাদেবী এমন সময় মানুষের মাঝে বিরাজ করছেন যখন এ দেশে অন্যায়, অত্যাচার ,জুলুম- নির্যাতন চলছে । এই অবস্থায় দেশের মানুষ শান্তিতে নেই । সব সুখ-শান্তি বিনাশ করেছে বর্তমান সরকার । তিনি গণতন্ত্র পুণঃউদ্ধারে সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার আহবান জানান ।

বিএনপির মহাসচিব আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে কোন ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সেনাবাহিনী মোতায়েনের দাবী জানান। এরপর তিনি ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়ার পৈতৃক বাস ভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি সদর উপজেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শণে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়