শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০১৮, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০১৮, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় দফায় চেক পেল অারও ৮ পরিবার

জাফরুল অালম : নেপালে ইউএস বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ও আহত যাত্রীদের দ্বিতীয় দফায় বীমা দাবির ক্ষতিপূরণ বাবদ চেক প্রদান করা হয়েছে। নিহত ৬ যাত্রীর পরিবারের সদস্যের হাতে ৫১,২৫০ হাজার ডলারের সমপরিমাণ অর্থ প্রদান করেন। যা মোট ডলারের পরিমাণ ৪,১০,০০০। এছাড়া অাহত ২ পরিবারের হাতেও শারীরিক ও মানসিক ক্ষতির বিবেচনা করে চেক প্রদান করা হয়।

বুধবার দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত চেক প্রদান অনুষ্ঠানে সেনা কল্যাণ ইনস্যুরেন্স তাদের পরিবারের হাতে চেক হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইউএস বাংলা এয়ারলাইনসের বীমাকারী প্রতিষ্ঠান সেনাকল্যাণ ইনস্যুরেন্সের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারী, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, বোরহান উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে লিখিত বক্তব্য দেন সেনাকল্যাণ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামীম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ পর্যন্ত অামরা ১৬ টি পরিবারকে চেক প্রদান করেছি। যার প্রায় ১৫ কোটির টাকার সমপরিমাণ।

অবশিষ্টদের টাকা কবে পরিশোধ করা হবে জানতে চাইলে শফিক বলেন, অামরা টাকা দিতে প্রস্তুত। অাদালতের অনুমতির অপেক্ষায় অাছি। অনুমতি দিলেই পরিশোধ করে দিব। দ্রুত সময়ে এসব পরিবারের হাতে চেক প্রদানে সহযোগীতার জন্য তিনি সাধারণ বিমা করপোরেশন ও বীমা উন্নয়ন কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর অাগে চলতি বছরের ৬ অাগস্ট ৮টি পরিবারের মাঝে ক্ষতিপূরণ বাবদ ৫১,২৫০ হাজার ইউএস ডলার তুলে দিয়েছিলেন তারা।

গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৭ জন যাত্রী ও ৪ জন ক্রু নিয়ে ইউএস বাংলা এয়ারলাইনসের ড্যাশ এইট কিউট ৪০০ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় ২৭ জন বাংলাদেশি, ২৩ জন নেপালি, ১ জন চীনাসহ মোট ৫১ জন নিহত হন। ওই দুর্ঘটনায় আহত লোকজনের মধ্যে ৯ জন বাংলাদেশের, ১০ জন নেপালের ও ১ জন মালদ্বীপের নাগরিক ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়