Skip to main content

ড.কামাল মোস্তাকের খাতায় নাম লিখিয়েছে : হাছান মাহমুদ

মো. ইউসুফ আলী বাচ্চু: ড. কামাল হোসেন খন্দকার মোস্তাকের খাতায় নাম লিখিয়েছেন মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা বঙ্গবন্ধুর নাম মুছে দেয়ার চেষ্টা করেছে, তার হত্যার বিচারের পথ বন্ধ করে চিয়েছে আপিন তাদের নেতা হয়েছেন। আপনি স্বাধীনতার সাথে বেঈমানী করেছেন,বঙ্গবন্ধুর আত্মার সাথে বেঈমানী করেছেন। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, আপনি (ড.কামাল) বাংলাদেশের মানুষের কাছে একজন পচে যাওয়া রাজনীতিবিদ বর্তমানে আপনার নামের সাথে তকমা যোগ হয়েছে আপনি একজন বেঈমান রাজনীতিকিদ। যিনি বঙ্গবন্ধুর আত্মার সাথে বেঈমানী করেছে। আগামী ২৩ তরিখ নাকি সমাবেশ করবে, ঢাকা শহরে আমরা সমাবেশ দেখেছি। প্রেস ক্লাবের সামনে থেকে বিশাল এক মিছিল শহীদ মিনারে গিয়েছিল, লোক চিল সর্বোচ্চ একশ জনের মত। সিলেটে তারা সমাবেশের ডাক দিয়েছে। সমাবেশের নামে যদি কোন প্রকার বিশৃঙ্খলা করা হয় তাহলে এদেশের জনগনকে সাথে নিয়ে তার প্রতিহত করা হবে। এরা ষড়যন্ত্রকারী এবং ড. কাশাল গং ১/১১ কুশিলব বিএনপি এদেরকে ভাড়া করেছে। তাদেরকে যোগকরে আবার নতুন মোড়কে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিষদাত আমরা ভেঙ্গে দেব। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজনে ‘শয়তানের’ সঙ্গে ঐক্য করারও ঘোষণা দিয়েছিল। জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মাধ্যমে এটা পরিষ্কার হয়েছে যে বিএনপি যাদের সঙ্গে নতুন করে ঐক্য করেছে তারা আসলে কে ?’

অন্যান্য সংবাদ