শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০১৮, ০৯:৪৫ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০১৮, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনার রূপসা নদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌকা বাইচ

শরীফা খাতুন শিউলী, খুলনা প্রতিনিধি: গ্রামীণফোনের সহযোগিতায় নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে খুলনার রূপসা নদীতে শনিবার (২০অক্টবর) অনুষ্ঠিত হবে নৌকা বাইচ। নৌকা বাইচের এই ১৩ তম আসর খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হবে।

আজ বুধবার দুপুরে খুলনা ক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার সার্বিক বিষয় জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গ্রামীণফোনের খুলনা সার্কেল প্রধান মো. আওলাদ হোসেন, গ্রামীণফোনের খুলনা সার্কেল হেড অব মার্কেটিং আবুল হাসনাত, নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের উপদষ্টো শেখ আশরাফ উজ জামান, সভাপতি মোল্লা মারুফ রশীদ, সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রহিম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রামীণফোনের মিডিয়া রিলেশন্স স্পেশালিস্ট তানভীর আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শনিবার দুপুর ২টায় মহানগরীর কাস্টমস ঘাট থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও সন্ধ্যায় রূপসা সেতুর নিচে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সকাল ১০টায় মহানগরীর শিববাড়ির মোড় থেকে শহীদ হাদিস পার্ক পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

এবারের প্রতিযোগিতায় ৩টি গ্রুপে মোট ৩৪টি বাইচ দল অংশগ্রহণ করবে। বড় গ্রুপে প্রথম পুরস্কার ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৬০ হাজার ও তৃতীয় পুরস্কার ৩০ হাজার টাকা। ছোট গ্রুপে প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার ও তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা। বিশেষ গ্রুপে প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার ও তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়