Skip to main content

‘শব্দের বিভ্রাট হলেই কি রাষ্ট্রদ্রোহিতা হয়ে যায়’

‘শব্দের বিভ্রাট হলেই কি রাষ্ট্রদ্রোহিতা হয়ে যায়’
সাব্বির আহমেদ : গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, শব্দের বিভ্রাট হলেই তা রাষ্ট্রদ্রোহিতা হয়ে যায়? আমাদের চোখে ছানি পড়ে গেছে। আসল জিনিস ভুলে যাচ্ছি। বুধবার জাতীয় প্রেসক্লাবে সামাজিক সংগঠন মুভমেন্ট ফর জাস্টিস এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণতন্ত্রে সমালোচনার করার সুযোগ দিতে হবে। সমালোচনায় ভুল হলেও তার সুযোগ দিতে হবে। যা আমি করেছি। গণতন্ত্রে জনগণের সুযোগ দিতে হবে। সরকার মিটিং করবে, বিরোধীরা পারবে না, তা হয় না। তিনি বলেন, শান্তির বাংলাদেশ চাইলে ড.কামাল হোসেনের নেতৃত্বের ঐক্যফ্রন্টে সকলে যোগ দিন। সকল ক্ষেত্র থেকে আমাদের পরামর্শ দিন। কিভাবে গুম-বিচার বহির্ভূত হত্যা বন্ধ করা যায়। সকলের পরামর্শ ও সহযোগিতা চাই। জাফরুল্লাহ চৌধুরী বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ হারলেও শেখ হাসিনাকে জেলে যেতে হবে না, যদি আমি ঐক্যফ্রন্টে থাকি। আয়োজন সংগঠন মুভমেন্ট ফর জাস্টিস এর প্রধান সমন্বয় সানাউল হক নীরুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ব্যারিস্টার মইনুল হোসেন, শিক্ষক আসিফ নজরুল প্রমুখ। প্রধান অতিথি কামাল হোসেন আসেননি।

অন্যান্য সংবাদ