শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০১৮, ০৬:০৫ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০১৮, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর আদলে শারদীয় দুর্গা পূজার প্যান্ডেল

অনলাইন ডেস্ক: বিপুল উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে চলছে শারদীয় দুর্গোৎসব। রকমারি সাজে সাজানো হয়েছে দেশের পূজা মণ্ডপগুলো। এমনই এক ব্যাতিক্রমী পূজার প্যান্ডেল করেছে রাজশাহী নগরীর রানীবাজার এলাকার টাইগার সংঘ। তাদের প্যান্ডেল সাজানো হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর আদলে।

১৫ অক্টোবর থেকে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। টাইগার সংঘ প্রত্যেক বছর নতুন বিষয় নিয়ে প্যান্ডেল সাজায়।

টাইগার সংঘের সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর আদলে প্যান্ডেল সাজানোর একমাত্র উদ্দেশ্য আমাদের দেশের অর্জনকে হাইলাইট করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এত বড় সাফল্য দেশবাসীকে উপহার দিয়েছেন মূলত আমরা সেটিকেই আরও ভালোভাবে সবার সামনে তুলে ধরতেই এই কাজ করেছি।’

টাইগার সংঘের সদস্য পলাশ রায় বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ ভালো কিছু করেছে, সেটিকে স্বাগত জানিয়েই সবার সামনে তুলে ধরতে চেয়েছি।’

প্যান্ডেলে প্রতিমা দেখতে আসা দর্শনার্থী বিমলেন্দু বলেন, ‘এটি অনেক ভালো উদ্যোগ। এভাবে প্যান্ডেল সাজিয়ে সাধারণ মানুষের কাছে বিষয়টিকে তুলে ধরার চেষ্টাকে সাধুবাদ জানাই।’

দর্শনার্থী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী স্বপন কুমার তালুকদার বলেন, ‘এটি চমৎকার একটি উদ্যোগ। এটি সর্বসাধারণের আসার জায়গা। মানুষের জীবনকে যে বিষয়গুলো আধুনিক করে, যুগোপযোগী ও সহজ করে এমন নতুন নতুন বিষয় তুলে ধরলে সবাই উপকৃত হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়