Skip to main content

পচা মাংস কিনে খাচ্ছে ভেনেজুয়েলার মানুষ!

মুসফিরাহ হাবীব : বিশ্বের অন্যতম তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় তেলের শহর মারাকাইবো। যেখানে মাটি, পানি সব জায়গায়ই এ সম্পদের ছড়াছড়ি। অথচ সেখানকারই মানুষের মুখে শোনা যাচ্ছে কেবল হতাশা আর চরম দুর্ভোগের কথা। লাইন ধরে পঁচা মাংস কিনে খেতে হচ্ছে তাদের। দুর্গন্ধ ছড়ানো, মাছি বসা এ পঁচা মাংস পাওয়া যাচ্ছে সস্তায়। আর সে কারণেই তা কিনছে মানুষ। বিদ্যুতের অভাবে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। ৯ মাস ধরে চলতে থাকা বিদ্যুৎ বিভ্রাটের কারণে সংরক্ষণ করে রাখা যাচ্ছে না কিছুই। নষ্ট হচ্ছে ফ্রিজ, পানির পাম্পও। খাদ্য সংকটের কারণে পঁচা মাংস ফেলে না দিয়ে বাজারে তুলছেন বিক্রেতারা। আর তা কিনে চড়া মুল্যের বাজারে মাংস খাওয়া যাচ্ছে ভেবেই সন্তুষ্ট থাকছেন ক্রেতারা। পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে হাসপাতালের মর্গেও। বিদ্যুতের অভাবে বন্ধ পড়ে আছে মর্গের শীতলকরণ ব্যবস্থা। গরমে ফুলে উঠছে মরদেহ। খরচ বেশি হওয়ায়, মরদেহ সৎকারেও আগ্রহ নেই অনেকের স্বজনদের। ফলে মর্গে দিনের পর দিন পড়ে থাকছে মরদেহ। খাবার এবং মানুষের মৌলিক চাহিদার বিভিন্ন জিনিসের অভাব, বছরের পর বছরের মন্দা, বাড়তে থাকা মুদ্রাস্ফীতি এবং বিদ্যুৎবিভ্রাটে মুখ থুবড়ে পড়েছে ভেনেজুয়েলা। দেশের অর্থনীতিতে ধসের কারণে গত দু’বছরে লাখো ভেনেজুয়েলাবাসী দেশ ছেড়ে গেছে।  

অন্যান্য সংবাদ