Skip to main content

শাবির ২ শিক্ষককে পদ থেকে অব্যাহতি

ট্রিবিউন: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক প্লাবন চন্দ্র সাহাকে সহকারী প্রক্টরের পদ থেকে অব্যাহতি দিয়েছে প্রশাসন। একইসঙ্গে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামকে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন। প্লাবন চন্দ্র সাহার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এবং শফিকুল ইসলামের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা ও অন্য শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ওঠায় তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ইশফাকুল হোসেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত একটি বিভাগের এক ছাত্রী শিক্ষক প্লাবন চন্দ্র সাহার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। ওই ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্লাবন চন্দ্র সাহাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি জানান, অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ‘যৌন নিপীড়ন নিরোধ কেন্দ্র’র সদস্যদের সহায়তায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ইশফাকুল হোসেন জানান, দায়িত্ব পালনে অবহেলা এবং অন্য শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণের বিষয়ে অন্যান্য শিক্ষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলামকে বিভাগীয় প্রধান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অন্যান্য সংবাদ