Skip to main content

সংসদ সদস্যদের উদ্যোগে ৩০০ আসনে সিনেমা হলের দাবি প্রযোজক পরিচালক হাবিবুল ইসলাম হাবিবের

ইমরুল শাহেদ : দেশের তিন শ’ সংসদীয় আসনে সংসদ সদস্যদের উদ্যোগে তিন শ’ সিনেমা হল দাবি করেছেন ‘রাত্রির যাত্রী’ ছবির প্রযোজক ও পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। এর আগে অভিনেতা, প্রযোজক ও পরিবেশক ড্যানি সিডাক ১০টি বাণিজ্যিক ছবির জন্য সরকারি অনুদান চেয়েছেন। তিনি বলেছেন, চলচ্চিত্র শিল্পের বর্তমান সংকট উত্তরণে সরকারি সহায়তা ছাড়া কোনো উপায় নেই। তারই ধারাবাহিকতায় হাবিবুল ইসলাম হাবিব তার প্রস্তাবটি রেখেছেন। চলচ্চিত্র শিল্প এখন বড় ধরনের সংকটের মুখে আছে। বিশেষ করে প্রদর্শন ক্ষেত্র ক্রমশই সংকুচিত হয়ে আসছে। রাজশাহীর সর্বশেষ সিনেমা হলটিও ভেঙ্গে ফেলা হয়েছে। সেখানে মার্কেট করা হচ্ছে। তবে সিনেমা হল মালিক বলেছেন, সেখানে একটি সিনেপ্লেক্স হবে। এটা কি শুধুই আশ্বাস নাকি সত্যিই তার বক্তব্য বাস্তবায়ন হবে, তা নিয়ে প্রযোজক পরিবেশকরা সন্দিহান। দেশের আরও কয়েকটি জেলায় সিনেমা হল নেই বললেই চলে। এক সময় দেশে ছিল এক হাজার ৩০০ সিনেমা হল। এখন সেটা নেমে এসেছে সাড়ে তিন শ’-তে। সমস্যা হচ্ছে প্রদর্শন ক্ষেত্র যতই সংকুচিত হয়ে আসছে, ছবির নির্মাণ ব্যয় ততই বেড়ে যাচ্ছে। শিল্পীরা পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন। শাকিব খানকে নিয়ে ছবি বানাতে গেলে ছবির নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়ায় দেড় থেকে দুই কোটি টাকা। কিন্তু সেই টাকা উঠে আসার মতো প্রদর্শনী ক্ষেত্র নেই। হাবিবুল ইসলাম হাবিব বলেন, এমনটা চলতে থাকলে এদেশে আর চলচ্চিত্র বলে কিছু থাকবে না। সিনেমা হলে দর্শক কমে গেছে একথা সত্যি। একজন কর্মজীবি মানুষ সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত ব্যস্ত থাকেন। কর্মক্লান্ত এসব মানুষের হাতে সিনেমা দেখার সময় কোথায়? এছাড়া সামাজিক পরিস্থিতিতেও ব্যাপক পরিবর্তন এসেছে। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ইংরেজী মিডিয়াম স্কুলের ছড়াছড়ি। চলচ্চিত্রের প্রতি তাদের একটা উন্নাসিকতা রয়েছে। তাদের পিতামাতারাও ব্যস্ত থাকে কাজ নিয়ে। এছাড়া ছুটিছাটায় লোকজন গ্রামের বাড়িতে চলে যায় আত্মীয়-পরিজনের কাছে। তারা সে সময় সিনেমা দেখা নিয়ে তেমন একটা আগ্রহী হয় না। হাবিবুল ইসলাম হাবিবের প্রস্তাবটি হলো সিনেমাকে দোরগোড়ায় দাঁড় করিয়ে রাখা, যাকে বলা হয় দৃষ্টির মধ্যে রাখা। তার মতে, তিন শ’-টি সংসদীয় আসনে যদি সিনেমা হল নির্মাণ করা যায়, তাহলে সিনেমাকে নতুনভাবে দর্শকের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব। সম্পাদনা : নুসরাত শরমীন