Skip to main content

উত্তরখানে দগ্ধ আরও একজনের মৃত্যু

মোস্তাফিজুর রহমান: রাজধানীর উত্তরখানের ব্যাপারীপাড়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। শিশু, নারী-পুরুষসহ ৮ জন দগ্ধের, ঘটনায় ঢামেকের বার্ণ ইউনিটে চিকিৎসাধিন মো.ডাবলু(৩৩) নামের আর এক জন গার্মেন্টস শ্রমিকের বুধবার (১৭ অক্টোবর) সকাল পনে ৯টায় মৃত হয়েছে। মৃত্যুর সংখ্যা ৫জন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত অপর চারজন হলেন, সুফিয়া বেগম (৫০), আজিজুল ইসলাম (৩০) ও মুসলিমা (১৬)। আফরোজা আক্তার ‍পূর্ণিমা (৩০) এদের মধ্যে সুফিয়া বেগম রোববার ভোরে মারা যান। তার দেহের ৯৯ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে শনিবার ভোরে উত্তরখানের ব্যাপারীপাড়ার ১১০/এ-১ নম্বর হোল্ডিংয়ের তিনতলা বাড়ির নিচতলায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগে। অগ্নিকাণ্ডে একই পরিবারের নারী ও শিশুসহ আটজন দগ্ধ হন। এ ঘটনায় নিহত প্রত্যেককে ২০ হাজার টাকা ও আহত দগ্ধদের ১০ হাজার টাকা করে দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

অন্যান্য সংবাদ