শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০১৮, ০৮:২৭ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০১৮, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়া আহসানের পুজোর স্মৃতি

আরটিভি অনলাইন: অভিনেত্রী জয়া আহসান এখন ব্যস্ত রয়েছেন ‘দেবী’ সিনেমার প্রচারণা নিয়ে। আগামী ১৯ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। গতকাল সোমবার রাজধানীর ঢাকা ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জয়া আহসান এবং তার ‘দেবী’ টিম।
এদিকে চলতি সপ্তাহেই ভারতের একটি বাংলা গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জয়া শুনিয়েছেন তার পুজোর স্মৃতি। বাংলাদেশের দুর্গাপূজা নিয়ে জয়া আহসান বলেন, কলকাতার মতো এত বেশি সংখ্যায় না হলেও কয়েকটা পুজো খুব বড় করে হয়। যেমন বনানীর পুজো, ঢাকেশ্বরীর পুজো। তিন-চার দিন ধরে টেলিভিশনে অনুষ্ঠান প্রচার হয়।
ছোটবেলার স্মৃতি মনে করে জয়া আহসান বলেন, ‘তখন ক্লাস টু বা থ্রিতে পড়ি। ক্লাস এইট-নাইনের দিদিদের ‘চ্যালা’ হতাম আমরা। চ্যালা হয়েই সে কী আনন্দ। ক্লাস সিক্স পর্যন্ত আমি খুব ছোটখাটো চেহারার ছিলাম। টেবিলের উপরে আমাকে বসিয়ে রাখা হতো। ডাকা হতো ‘ফ্লাওয়ার ভাস’ বলে।’

তিনি আরও বলেন, ‘সকলে সালোয়ার-কামিজ পরলেও আমার হাফ প্যান্ট পরায় বাধা ছিল না। আর ছোট বলে সব জায়গায় যাওয়ার অনুমতিও ছিল। যাদের চ্যালা হতাম, তাদের হুকুমে রাতের বেলা প্রতিমার সামনের ফল-নাড়ু চুরি করে আনতাম।’
‘দিদিরা এত দুষ্টু ছিল, বলত একটা কিছু ভেঙে রেখে আসবি, যেন মনে হয়, ঠাকুর এসে খেয়ে গিয়েছে।’- যোগ করেন জয়া আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়