শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০১৮, ০৮:০০ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০১৮, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ বিশ্বকাপ আসছে বাংলাদেশে

আরটিভি অনলাইন : ক্রিকেটের জন্মস্থান ইংল্যান্ডে বসতে যাচ্ছে আগামী বিশ্বকাপের আসর। ২০১৯ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ উপলক্ষে বেশ প্রচার প্রচারণাও শুরু হয়ে গেছে ৪০০ দিন আগে থেকেই। তারই অংশ হিসেবে বিভিন্ন দেশ সফর করছে বিশ্বকাপ ট্রফি।

যে দশটি দেশ বিশ্বকাপে খেলবে সেগুলো ছাড়াও অনেক দেশে ঘুরছে বিশ্বকাপের ট্রফি।এরই মধ্যে ওমান, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান ঘুরে আগামীকাল বুধবার ঢাকা আসছে ট্রফিটি।বাংলাদেশে আসার পর প্রথমে সেটি রাখা হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। সেখানে সকাল ১০টায় ইউনিসেফ এর সৌজন্যে সুবিধা-বঞ্চিত শিশুদের নিয়ে ফটো-সেশন পর্ব অনুষ্ঠিত হবে।

এরপর দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয় দলের ফটো-সেশন অনুষ্ঠিত হবে।পরের দিন শুক্রবার ট্রফি রাখা হবে যমুনা ফিউচার পার্কে। সেখানে জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত রাখা হবে সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত। পরের দিন ১৯ অক্টোবর শনিবার সিলেটে ও ২০ অক্টোবর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে রাখা হবে ট্রফিটি।বাংলাদেশ পর্ব শেষ করে নেপাল সফরে যাবে বিশ্বকাপ।

এরপর ভারত হয়ে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, রুয়ান্ডা, নাইজেরিয়া, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানি এবং সবশেষ ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ এ গিয়ে পৌঁছাবে বিশ্বকাপের ভেন্যু ইংল্যান্ড ও ওয়েলসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়