Skip to main content

সৌদির সামরিক বিমান বিধ্বস্ত

মাহাদী আহমেদ : সৌদির একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার উত্তর-পশ্চিমাঞ্চলে প্রশিক্ষণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানটি সৌদির রাজকীয় বিমান বাহিনীর। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে থাকা সব আরোহীই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনার তদন্ত চলছে। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, ওই বিমানটি ব্রিটেনের তৈরি।দুর্ঘটনার সময় বিমানটিতে কতজন আরোহী ছিল সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। - আরব নিউজ, জাগো নিউজ

অন্যান্য সংবাদ