Skip to main content

জীবনকে বড় মিথ্যা ও নিষ্ঠুর মনে হয়

রফি হক : একেক সময় জীবন বড় মিথ্যা ও নিষ্ঠুর মনে হয় । এই মেয়েটির হাসি, খুশি আকুলতার কাছে দারিদ্রের কোনো সম্পর্ক নেই। বাবা ভ্যান গাড়ির চালক। আবহানী মাঠের সামনে একদিন এভাবে দেখেছি তাকে। নির্ভার হয়ে বাবার পাশে দাঁড়িয়ে দুপুরের খাবার খাচ্ছে। মাথার ওপর প্রচ- রোদ ওর কোনো ভ্রুক্ষেপ নেই। সারা মুখ ভর্তি প্রশান্তি আর মায়া। পাঁচিলের গা ঘেঁষে নৌকার ছইয়ের মতো নীল প্লাস্টিকের টংয়ে ফুটপাতেই থাকে। না আছে খাট, পালং, চৌকি এবং বিছানা। জন্মের পর থেকে নিজেকে এভাবেই দেখছে। ঘরে দাঁড়ানো দূরর কথা কুঁজো হয়ে বসে থাকা যায় কোনো রকমে। আমাদের ‘টেরেস’, ‘পোর্চ’, ‘লিভিং স্পেস’ এমন কতো কিছু আছে। আমরা আর বাংলাতে বলি না কিছু! স্পেস ওদেরও আছে, ছয় ফুট বাই চার ফুট! আচ্ছা, এই মেয়েটির কি মনে হয় কখনও ওর বয়েসি ছেলে-মেয়েদের কথা? যাদের সাজানো রঙিন ঘর আছে, সেই ঘরে ম্যাচ করা আসবাব আছে তাদের কথা? এ এক অদ্ভুত মনস্তত্ত্ব! এখন বৃষ্টি হচ্ছে। ভাবছি, ওদের টং ঘরটি নিশ্চয়ই পানিতে ভেসে যাবে! হায়, ঈশ্বর পৃথিবী ভালবাসা! ফেসবুক থেকে  

অন্যান্য সংবাদ