Skip to main content

চার বছর হয়, আপনি নাই পিয়াস ভাই

খোমেনী ইহসান : আমরা কয়েক দিন আগে আলাপ করছিলাম, তখন বুদ্ধিজীবীদের ভূমিকার প্রশ্নে কথা বলতে বলতে এই সিদ্ধান্তে পৌঁছেছিলাম, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে পিয়াস করিমই একমাত্র ব্যক্তি ছিলেন, যাকে অর্গানিক বুদ্ধিজীবী বলা যায়। তিনি কোনও ভারসাম্য রক্ষা করেননি, এমনকি বিএনপি ঘেঁষা ডানপন্থী বুদ্ধিজীবীদের মতো সুবিধাবাদী কথা বলেননি, বরং কৈশোরে সর্বহারা পার্টির সদস্য এই মানুষটি মজলুমদের পক্ষে সোচ্চার ছিলেন। ২০০৬ সালে আমাদের পরিচয়, একই সেমিনারে বক্তৃতা, তারপর হতাশ হয়ে পড়েছিলাম, মাঝরাত টকশো শেষে ফেরার পথে আমরা ফোনে কথা বলতাম, দু’জনেই নিঃসঙ্গতার কথা বলেছি, কিভাবে এককালের বন্ধুরা তাকে এড়িয়ে চলেছেন বলেছেন। কতজনের গোপন কীর্তির কথা জেনেছি পিয়াস ভাইয়ের কাছ থেকে। ন্যাশনালিজম ও ইসলাম প্রশ্নে তার অবস্থানের কারণে কাছের মানুষ নোংরা আক্রমণ করেছিল, তাই ক্ষোভের কারণে কিছু কথা বলেছিলেন। তবে পিয়াস ভাই নতুন প্লাটফর্ম না করে সুবিধাবাধী শিখ-িদের সঙ্গে কেন মিশছেন বলে আপত্তি করে কতদিন অভিমান করেছি। কিন্তু আজ কবুল করি, কমরেড পিয়াস আপনার তত্ত্বই সঠিক। জাতীয় মুক্তির প্রশ্নে সবার সঙ্গে মিলে লড়াই এগিয়ে নেওয়াই একজন সাচ্চা কমিউনিস্টের কাজ। একজন অর্গানিক বুদ্ধিজীবীও সঙ্কীর্ণতা এবং সাম্প্রদায়িকতা মুক্ত হয়ে সব নিপীড়িত মানুষের জন্য কথা বলেন। তাদর ‘যদি’ ‘কিন্তুর’ প্রয়োজন হয় না। চার বছর হয় আপনি নাই পিয়াস ভাই। আমাদের প্রার্থনার অংশীদার আপনি। আল্লাহ আপনাকে মাফ করে দিন। হে আল্লাহ, বাংলাদেশের অনেক কমিউনিস্ট, সর্বহারা ও বামপন্থীÑঈমান ও আমল ঠিক না থাকলেও ইসলাম ও মুসলমানের জন্য সোচ্চার ছিলেন, তাদের প্রতি দয়া করুন। আমীন।পরিচিতি : সাংবাদিক ও কলামিস্ট। সম্পাদনা : ফাহিম আহমাদ বিজয়।

অন্যান্য সংবাদ