Skip to main content

কুমিল্লায় পোস্টারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

মাহফুজ নান্টু, কুমিল্লা : শারদীয় দুর্গা উৎসবে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে এফবিসিসিআই‘র পরিচালক,কুমিল্লা-৬আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাসুদ পারভেজ খান ইমরানের করা পোস্টারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠেছে। সংবাদ সম্মেলন এই অভিযোগ করেন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকালে নগরীর কাত্যায়নী কালী বাড়ি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সভাপতি শিবু প্রসাদ রায়। তিনি বলেন, বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা চলাকালে এ পোস্টারটি আমাদের সনাতন অনুসারীদের অনুভূতিতে আঘাত করেছে। পোস্টারে আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দের নিচে দেবী দুর্গাকে দেখানো হয়েছে। তিনি অবিলম্বে পোস্টারটি অপসারণ করার আহবান জানান। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অচিন্ত দাস টিটু বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে এ পোস্টার অপসারণ না করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি মৃণাল গাঙ্গুলি, প্রকাশনা সম্পাদক তপন সেন গুপ্ত, মহিলা সম্পাদক অনিতা সরকার, সদস্য নান্টু মল্লিক, পিয়াস সাহা, টুনি দেব, রিংকু ঘোষ, খোকন সাহা, পিংকু চন্দ, চঞ্চল চক্রবর্তী ও মৃদুল দাস। অভিযোগের বিষয়ে মাসুদ পারভেজ খান ইমরান বলেন, আমি কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তাই পোস্টারে নেতাদের ছবি এবং দুর্গা পূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছি। এখানে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাতের কোনো ইচ্ছে ছিলো। তবু কারো অনভূতিতে আঘাত লাগলে আমি সবার নিকট দুঃখ প্রকাশ করছি।