শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০১৮, ০৪:১৫ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০১৮, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্যকে ছোট না করেও বড় হওয়া সম্ভব

আমিন মুনশি : শিক্ষক শ্রেণীকক্ষে ঢুকে কোন কথা না বলেই ব্ল্যাকবোর্ডে একটি লম্বা রেখা টানলেন। এরপর ছাত্রদের দিকে ফিরে প্রশ্ন ছুড়ে দিলেন- ‘তোমাদের মধ্যে এমন কে আছে, যে এই রেখাটিকে স্পর্শ করা ছাড়াই ছোট করে দিতে পারবে?’

‘এটা অসম্ভব’- ক্লাসের সবচে মেধাবী ছাত্রটি নীরবতা ভেঙ্গে এই উত্তর দিল। ‘রেখাটিকে ছোট করতে হলে তা মুছতে হবে– অথচ আপনি স্পর্শ করতেও নিষেধ করেছেন।’

অন্য ছাত্ররাও মাথা নাড়িয়ে এর সমর্থন জানালো। শিক্ষক গভীর দৃষ্টিতে ছাত্রদের দেখলেন এবং কিছু না বলেই ব্ল্যাকবোর্ডে আগের রেখাটির বরাবর, তবে তার চেয়ে বড় আরেকটি রেখা টেনে দিলেন। তখন সবাই দেখে নিল উস্তাদ প্রথম রেখাটিকে স্পর্শ করা ছাড়াই কীভাবে ছোট করে দিলেন।

ছাত্ররা আজ অনাগত ভবিষ্যৎ জীবনের সবচে বড় সবকটা অর্জন করে নিল। অন্যদের ক্ষতি করা, বদনাম করা ছাড়াই, হিংসা ও বিবাদে লিপ্ত হওয়া ছাড়াই তাদের থেকে আগে বেড়ে যাওয়ার, তাদের ছাড়িয়ে উপরে উঠে যাওয়ার কার্যকর লক্ষ্য কয়েক মিনিটেই তারা শিখে নিল।

মানুষকে আল্লাহ তায়ালা যেই ফিতরাতের উপর সৃষ্টি করেছেন, তাতে অন্যদের সাথে নিজের তুলনা করে তাদের থেকে আগে বেড়ে যাওয়ার বাসনা মানুষের স্বভাবের মধ্যে অন্তর্ভুক্ত। এই কাজটি করার একটি পদ্ধতি তো এই, অন্যদেরকে ছোট করে বড় হওয়ার চেষ্টা করা হবে। কিন্তু এই পদ্ধতিতে মানুষ নিজে বড় হয় না।

কিন্তু দ্বিতীয় পদ্ধতি হল, অন্যদের সাথে কোন প্রকার বিবাদ-বিসংবাদে না জড়িয়ে, তাদের অকল্যাণ না কামনা করে বরং নিজেকে মজবুত, শক্তিশালী এবং বড় বানানোর উপর মনোযোগ দেওয়া হবে। অন্যরা এভাবেও ছোট হয়ে যায়। কিন্তু আসল কথা তো এই যে, মানুষ এইভাবে নিজেই বড় হয়ে যায়।

অন্যদের ছোট করা ছাড়া আগে বাড়া আল্লাহর দুনিয়ায় আয়-উন্নতির আসল ও সর্বোত্তম পদ্ধতি। ব্যক্তি এবং জাতি - উভয়ের জন্যই টেকসই এবং স্বতন্ত্র উন্নতির এটিই একটিমাত্র পথ। আমরা যেন হই উন্নত মানুষ, এভাবে উন্নত এক জাতি। রাব্বে কারীম তাওফিক দান করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়