Skip to main content

‘বিএনপির ৮০ ভাগ লোক জামায়াতের হাত থেকে মুক্তি চায়’

ডেস্ক রিপোর্ট: বিএনপির শতকরা ৮০ ভাগ লোক জামায়াতের হাত থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। তিনি বলেন, ‘এটাই বিএনপির বাস্তবতা। আমরা জানি কট্টরপন্থীদের সঙ্গে লড়াই করে বিএনপিকে সবসময় এগিয়ে যেতে হয়েছে। এই টানাপড়েনের মধ্যে বিএনপি সবসময় উদারপন্থীদের নেতৃত্ব খোঁজার একটা চেষ্টা চালিয়েছে। জামায়াতের সঙ্গে ঐক্যের পর থেকে একটি জামাতিকরণ প্রক্রিয়া শুরু হয়েছে ।’ দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হওয়া ‘ঐক্যে বিভক্তি’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এ আয়োজন। মাহী বি চৌধুরী বলেন, ‘আমরা বার বার আমাদের ঐক্যের আলোচনায় বলেছি, আমাদের জাতির সঙ্গে ধোঁয়াশা না করে; স্পষ্ট করে বলতে হবে কী করতে চাই। গতকালও (সোমবার) বিএনপির নেতৃত্বে ২০ দলের বৈঠকে ২০ দল ঐক্যফ্রন্টকে সমর্থন দিয়েছে। বিএনপির নেতৃত্বে জামায়াতের সমর্থন নিয়ে কাজ করছেন আপনারা। এই জোট ঘোষণার তিন দিন আগে ২০ দলের পক্ষ থেকে রেজুলেশন পাস হয়েছে- বিএনপি ২০ দলের পক্ষ থেকে ঐক্যফ্রন্টে প্রতিনিধিত্ব করবে। ঐক্যফ্রন্টে বিএনপি শুধু তাদেরই প্রতিনিধিত্ব করে না, ২০ দলের প্রতিনিধিত্ব করে জামায়াতে ইসলামসহ। এটা স্পষ্ট, মানুষকে বোকা বানানোর রাজনীতি আমাদেরকে বন্ধ করতে হবে।’ মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে শ্যামল দত্তসহ অংশ নিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য এ কে এম জগলুল হায়দার আফ্রিক, আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল। রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যায় এ আয়োজন।