শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০১৮, ০২:৫৬ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০১৮, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনসংযোগে ব্যাস্ত সাবেক সংরক্ষিত এমপি লাইলী

আমজাদ হোসেন আমু, রামগতি(কমলনগর) : লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি। গণসংযোগে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করে লক্ষ্মীপুরসহ দেশব্যাপী উন্নয়ন অব্যাহত রাখতে ভোটারদের সহযোগিতা চান তিনি।

এ সময় সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সরকারের উন্নয়ন ও সফলতার বিষয় উল্লেখিত লিফলেট বিতরণ করা হয় এবং ভোট চান।

মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুর ১২টা থেকে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের তোরাবগঞ্জ, করইতলা, চর লরেন্স, হাজিরহাট, করুনানগর, পাটোয়ারীহাট ও আলেকজান্ডারসহ দুই উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিশাল গাড়ি বহর নিয়ে লাইলি নির্বাচনী গণসংযোগ করেন। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নির্বাচনী এলাকার পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় লাইলি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সফলতা তুলে ধরে সনাতন ধর্মালম্বীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, আওয়ামী লীগ নেতা আজাদ উদ্দিন চৌধুরী, জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা, কমলনগর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক গিয়াস উদ্দিন, যুবলীগ নেতা আবুল বাছেত, ইয়াসিন আরাফাত রাজু, সাবেক ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব ও সাধারণ সম্পাদক রাসেল প্রমুখ।

প্রসঙ্গত, ফরিদুন্নাহার লাইলি লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়