Skip to main content

আগামি ৫ দশকে পৃথিবীর অনেক স্তন্যপায়ী প্রাণী বিলুপ্ত হয়ে যাবে : গবেষণা

আসিফুজ্জামান পৃথিল : আগামি ৫ দশকে মানুষের কারণে পৃথিবীর অনেক স্তণ্যপায়ি প্রাণী বিলুপ্ত হয়ে যাবে। এ ক্ষতি কাটাতে বিশ্বের লাগবে কমপক্ষে ৩০ থেকে ৫০ লাখ বছর। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য জানা গিয়েছে। এটি হবে পৃথিবীর ইতিহাসের ৬ষ্ঠ বৃহত্তম গণবিলুপ্তির ঘটনা। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনভারশন অব নেচার বর্তমানে অতি বিপন্ন তালিকায় থাকা ৯৯ শতাংশ প্রাণী এবং ৬৭ শতাংশ বিপন্ন প্রাণী আগামি ১০০ বছরের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে। ৪৫ কোটি বছর পূর্বে শেষ বারের মতো গণবিলুপ্তির ঘটনা ঘটেছিলো। এর পেছনে দায়ী ছিলো প্রাকৃতিক বিপর্যয়। কিন্তু বর্তমানে মানুষের কর্মকান্ডের কারণেই মারা যাচ্ছে স্তন্যপায়ী প্রানীরা। সোমবার প্রকাশিত হয়েছে এ গবেষণা। ডেনমার্কের আরহুস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ গবেষণা করেন। বিজ্ঞানীরা বলছেন, সবথেকে ভালো অবস্থাতেও জীববৈচিত্র ভালো অবস্থায় আসতে কমপক্ষে ৩০ থেকে ৫০ লাখ বছর লাগবে। এর মধ্যে হয়তোবা বিলুপ্ত হয়ে যাবে মানুষ নিজেও। সায়েন্স অ্যালার্ট

অন্যান্য সংবাদ