Skip to main content

ঘুষ লেনদেনের অভিযোগ গুলশানের নিকেতনে দুদকের অভিযান

তরিকুল ইসলাম সুমন : ঘুষ লেনদেনের মাধ্যমে রাজউকের নকশা বহির্ভূতভাবে ইমারত নির্মাণের অভিযোগে গুলশানের নিকেতন এলাকার অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক হটলাইন (১০৬) একটি অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালানো হয়েছে। দুদক সূত্র জানায়, দুদক টিম সরেজমিনে গিয়ে দেখতে পান নিকেতন আবাসিক এলাকার ব্লক-ডি, রোড নম্বর ১০/২ এ অবস্থিত ১০ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ১০২ নম্বর প্লটটিতে রাস্তার জন্য ৪.১ ফুট জায়গা ছাড়ার কথা থাকলেও ৩ ফুট জায়গা ছাড়া হয়েছে, ১ ফুটেরও বেশি জায়গা অবৈধ দখল করা হয়েছে। দুদকের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে বিধিবহির্ভূত এ নির্মাণকাজ বন্ধ করা হয় এবং অবৈধ স্থাপনা (ভবনের অংশ) ভেঙে ফেলা হয়। দুদক সূত্র জানায়, এ অবৈধ দখল ছাড়তে রাজউক দখলদারকে নোটিশ দিলেও ভূমি মালিক নোটিশ অমান্য করেন। পুলিশসহ নয় সদস্যের দুদক টিমের প্রত্যক্ষ সহায়তা ও উপস্থিতিতে তিন ঘন্টার এ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। রাজউকের অথরাইজড অফিসার মো. আদিলুজ্জামান নেতৃত্ব দেন। অভিযান প্রসঙ্গে দুদকের এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, যেখানে অবৈধ স্থাপনা, সেখানেই দুর্নীতি। যারা স্পর্ধা দেখিয়ে আইন ভঙ্গ করেন, তাদের বিরুদ্ধে দুদক আইন প্রয়োগ করবে।

অন্যান্য সংবাদ