শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০১৮, ০১:১৮ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০১৮, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুষ লেনদেনের অভিযোগ গুলশানের নিকেতনে দুদকের অভিযান

তরিকুল ইসলাম সুমন : ঘুষ লেনদেনের মাধ্যমে রাজউকের নকশা বহির্ভূতভাবে ইমারত নির্মাণের অভিযোগে গুলশানের নিকেতন এলাকার অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক হটলাইন (১০৬) একটি অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালানো হয়েছে।

দুদক সূত্র জানায়, দুদক টিম সরেজমিনে গিয়ে দেখতে পান নিকেতন আবাসিক এলাকার ব্লক-ডি, রোড নম্বর ১০/২ এ অবস্থিত ১০ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ১০২ নম্বর প্লটটিতে রাস্তার জন্য ৪.১ ফুট জায়গা ছাড়ার কথা থাকলেও ৩ ফুট জায়গা ছাড়া হয়েছে, ১ ফুটেরও বেশি জায়গা অবৈধ দখল করা হয়েছে। দুদকের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে বিধিবহির্ভূত এ নির্মাণকাজ বন্ধ করা হয় এবং অবৈধ স্থাপনা (ভবনের অংশ) ভেঙে ফেলা হয়।

দুদক সূত্র জানায়, এ অবৈধ দখল ছাড়তে রাজউক দখলদারকে নোটিশ দিলেও ভূমি মালিক নোটিশ অমান্য করেন। পুলিশসহ নয় সদস্যের দুদক টিমের প্রত্যক্ষ সহায়তা ও উপস্থিতিতে তিন ঘন্টার এ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। রাজউকের অথরাইজড অফিসার মো. আদিলুজ্জামান নেতৃত্ব দেন।

অভিযান প্রসঙ্গে দুদকের এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, যেখানে অবৈধ স্থাপনা, সেখানেই দুর্নীতি। যারা স্পর্ধা দেখিয়ে আইন ভঙ্গ করেন, তাদের বিরুদ্ধে দুদক আইন প্রয়োগ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়