শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৮, ০৭:৪০ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৮, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিকদের সম্মানে ‘স্বপ্ন উড়ান ওয়েলফেয়ার সোসাইটি’র আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান

মাহফুজ উদ্দিন খান: মহাষষ্ঠীর দিনে ধুপগুড়ির ‘স্বপ্ন উড়ান ওয়েলফেয়ার সোসাইটি’র পরিচালনায় ও ব্যবস্থাপনায় আয়োজিত হলো সংবর্ধনা অনুষ্ঠানের।

মঙ্গলবার দিবাগত রাতে বৈদ্যুতিক বিভাগ অর্থাৎ ইলেকট্রিক অফিসের সমস্ত শ্রমিকদের জন্য এক সংবর্ধনা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজক সংগঠনের কর্ণধার সম্পাদক রানা দাস জানান, বৈদ্যুতিক বিভাগের শ্রমিকরা রাতের আলোকে উপেক্ষা করে আমাদের জন্য দিনের আলোর ন্যায় আলোকিত করে তোলেন। তবুও সেই মানুষগুলো সার্বিকভাবে লাঞ্ছনা শিকার হচ্ছেন। তাঁদের প্রাপ্তি শূন্য লাঞ্ছনা প্রায় প্রকাশ্য, তারা কখনো সম্মান অর্জন করতে পারে না। সেই অপেক্ষাকে পেছনে ফেলে স্বপ্ন উড়ান আয়োজন করেছে বৈদ্যুতিক বিভাগ অর্থাৎ ইলেকট্রিক অফিসের সমস্ত শ্রমিক ভাইদের জন্য সংবর্ধনা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান।

সম্পাদক রানা দাস বলেন, ‘কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে স্বপ্ন উড়ানের লড়াই এই লড়াইয়ে তাদের কেউ থামিয়ে রাখতে পারেনি আর পারবেও না আজ এই শ্রমিক ভাইদের প্রত্যেকটা মুহূর্তে অবমাননা ও লাঞ্ছিত হতে দেখে শিউরে ওঠে এই হৃদয় সেই ক্ষেত্রেই এ অনুষ্ঠান আয়োজন না করতে পারলে অপমানিত বোধ হতো তাদেরকে সম্মান না দিতে পারলে সমাজ অপমানিত হত। শ্রমিক ভাইগুলো লাঞ্ছিত হচ্ছে। এই প্রতিভাবান শিল্পী সত্তা ও শ্রমিকদের সংবর্ধনা অনুষ্ঠান স্বপ্ন উড়ান আয়োজন করতে পেরে নিজেদের গর্বিত মনে করছে।’

অনুষ্ঠান প্রসঙ্গে বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী নাসরিণ বলেন, ‘স্বপ্ন উড়ান ওয়েলফেয়ার সোসাইটি’র এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানায়। শ্রমিকদের সম্মানের প্রতি সমাজের মানুষদের আরো সজাগ দৃষ্টি রাখতে হবে।

সংবর্ধনা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, ধুপগুড়ির অন্যতম বাংলা ব্যান্ড মুখোশ। এছাড়াও স্থানীয় প্রতিভাবান শিল্পীরা অনুষ্ঠানটিকে প্রাঞ্জল করে রাখেন। সঙ্গীতের মধ্য দিয়ে শ্রমিকদের মনের বক্তব্য-কে বহিঃপ্রকাশ করা হয় অনুষ্ঠানটিতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভি নির্বাহক কেন্দ্রীয় কমিটির প্রধান সমাজসেবী ড: কৃষ্ণ দেব মহাশয়। মঞ্চে বিশেষ অতিথি ছিলেন সঙ্গীত শিল্পী নাসরিণ। উক্ত অনুষ্ঠানে স্বপ্নের পক্ষ থেকে বক্তব্য রাখেন সম্পাদক রানা দাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়