Skip to main content

মসজিদে নববীর মুয়াজ্জিনের আজান ভাইরাল (ভিডিও)

আমিন মুনশি : মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ মুহাম্মাদ মারওয়ান কাসাস। তিনি তার প্রথম আজান ও মুনাজাতে আবেগাপ্লুত হয়ে পড়েছেন। আজান দেয়ার সময় তিনি যেন নিজেকে স্থির রাখতে পারছিলেন না। মুনাজাতের পর শুকরিয়াতান সিজদাও আদায় করেন তিনি। শায়খ মুহাম্মদ মারওয়ান কাসাস-এর চমৎকার মোহনীয় সুরের আজান ও আবেগী মুনাজাতের ভিডিও হারাম শরীফ কর্তৃক পরিচালিত ‘হারামাইন পোস্ট’ নামক ফেসবুক পেজে আপলোড করার পর মূহুর্তেই তা ভাইরাল হয়। ভিডিওতে শুনুন সেই আজান… https://youtu.be/Ztz8TzEuiys