শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৮, ১১:২৩ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৮, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালকিনিতে জমি দখলের প্রতিবাদে ঝাড়ু মিছিল

প্রতিনিধি,কালকিনি (মাদারীপুর): মাদারীপুরের কালকিনিতে এক প্রভাবশালীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের পূর্ব কয়ারিয়া গ্রামে শতাধিক এলাকাবাসী জামাল হাওলাদার নামের ওই ব্যক্তির উপযুক্ত বিচারের দাবীতে এ মিছিল প্রদর্শণ করেন। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মিছিলে অভিযোগকারীরা দ্রুত জামাল হাওলাদারকে আইনের আওতায় এনে এলাকাবাসীকে স্বাভাবিক জীবন যাপনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় অভিযোগ করে বক্তব্য দেন গিয়াস উদ্দিন হাওলাদার, সেন্টু হাওলাদার, ফারুক হোসেন, সেকান্দার সরদার, ফিরোজা বেগম, মনি বেগম ও শহীদসহ অর্ধশতাধিক মানুষ। এসময় তারা জামাল হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন অন্যায় অবিচারের কথা তুলে ধরেন।

তারা বলেন, আমরা যেভাবে হয়রানীর শিকার হচ্ছি যদি তার বিচার না হয় তবে আমাদের এলাকায় বসবাস করা অসম্ভব হয়ে পড়বে। তাই তার অত্যাচার থেকে মুক্তি পেতে ঝড়ু মিছিল করেছি। এসময় এলাকার নারী-পুরুষ ও শিশু কিশোররা ঝাড়ু মিছিলে অংশ নেয়।

অভিযুক্ত জামাল হাওলাদার দাবি করে বলেন, সকল অভিযোগ ভুয়া।

এ ব্যাপারে কালকিনি থানার এসআই অমল বলেন, আমি খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। তবে বিষয়টির ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়