শিরোনাম
◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের  ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ রেস্তোরাঁ মালিক সমিতির অভিযোগ, দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজউক ◈ সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৮, ১১:১০ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৮, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গায়ে হাতদিবে নয়ত ব্যাগ থেকে কিছু নিযে যাবে: দৃষ্টি প্রতিবন্ধী পপি

অপু খান : দৃষ্টি প্রতিবন্ধী এবং বাংলাদেশ ভিজুয়াল ইমপেয়ারড পিপলস সোসাইটির সাধারণ সম্পাদক নাজমা আরা বেগম পপি বিবিসি বাংলাকে জানান, রাস্তায় খুবই বাজে অবস্থা। বাসে চলা তো খুব রিস্কি। গায়ে হাত দেবে, নয়ত ব্যাগ থেকে কিছু নিয়ে যাবে।এজন্য আমি সিএনজি অথবা উবারের গাড়ি নিয়ে চলি।এতে আমার অনেক খরচ হলেও কিছু করার নেই।

পপি অভিযোগ করে বলেন, আইন রেখে কি লাভ যদি বাস্তবায়ন না হয়। আমরা চাই সরকার আমাদের এই দিকগুলো দেখুক আর বেশি করে প্রচার করুক, যেন সাধারণ মানুষ আমাদের বিষয়টা বুঝতে পারে। আসলে মানুষ এতো ব্যস্ত যে আমাদের দুই মিনিট সময় তারা দিতে পারেন না। আপনাদের একটু সাহায্য আমাদের অনেকটা নিরাপত্তা দিতে পারে। তিনি আরো বলেন, আমাদের অধিকার ও সুরক্ষায় আলাদা আইন আছে। এবং সেখানে এসব সেবা নিশ্চিত করার কথা বলা হয়েছে। তবে বাস্তবে এসব আইনের কোনো প্রয়োগ নেই।

এদিকে দৃষ্টি প্রতিবন্ধী উজ্জ্বলা বণিক জানান, আমরা চোখে দেখতে পারিনা। এজন্য যদি কারো কাছে সাহায্য চাই তাহলে অনেকেই সেটার বাজে সুযোগ নিয়ে থাকে। রিকশায় উঠতে যাব বা বাসে চড়বো, খুব আপত্তিকরভাবে স্পর্শ করে। একদিন একজনকে বলেছিলাম আমাকে রাস্তা পার হতে যদি সহযোগিতা করতেন, লোকটা আমার হাতে না ধরে দুই বাহুতে স্পর্শ করে।

উচ্চশিক্ষা শেষে বাংলাদেশে ভিজুয়াল ইমপেয়ারড সোসাইটি আইটি কর্মকর্তা হিসেবে কাজ করেন দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসান। তিনি মনে করেন দৃষ্টি প্রতিবন্ধী সুরক্ষা আইনের সুষ্ঠু প্রয়োগ সেই-সঙ্গে পাঠ্যপুস্তকে এ সংক্রান্ত বিষয় অন্তর্ভূক্ত করা হলে আজ না হয় কাল এই শহর তাদের স্বাধীনভাবে চলাচলের উপযোগী হয়ে উঠবে।

সূত্র:বিবিসি বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়