শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৮, ১১:১০ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৮, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাড়াশে মেরামতের অভাবে সওজের রাস্তায় বেহাল জনজীবন

জাকির আকন, চলনবিল: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর অভ্যন্তরীণ কয়েকটি রাস্তা দীর্ঘদিন মেরামতের অভাবে চলাচলের অনুপযোগী হওয়ায় চরম ভোগান্তিতে জানসাধারণ ও ব্যবসায়ীরা ।সরজমিনে ও এলাকাবাসি সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলা শহরের হাসপাতাল গেট থেকে নিমগাছি পর্যন্ত ৯কিঃমিঃ , তাড়াশ -খালকুলা বিশ্বরোড পর্যন্ত ৭কিঃ মিঃ এবং তাড়াশ -রানিরহাট পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন মেরামত করা হয়নি। এই রাস্তা দিয়ে অফিস আদালতে, স্কুল কলেজে হাজার মানুষ উপজেলায় যাতায়াত করে । গর্ত আর খানাখন্দ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছে তারা। ধান বোঝাই ট্রাক চলাচল করতে অসুবিধা হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ধান ব্যবসায়ীরা। তাড়াশ রানিরহাট সড়কের ধোপাগাড়ী বাজারের ধান ব্যবসায়ী মোঃ সাদেক আলী জানান পাবনা ও কুষ্টিয়া আগত ধানের মহাজনেরা ট্রাক চলাচলে এই রাস্তায় আসায় আপত্তি জানাচ্ছেন ।

তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল হাকিম জানান, খালকুলা সড়কের গর্তে প্রতিনিয়ত যানবাহন আটকে পড়ে ভোগান্তিতে পড়ছি । সড়ক ও জনপথ বিভাগের সড়ক হওয়ায় উপজেলা এল,জি,ই,ডি এই সড়কগুলো মেরামত করেন না। আর জেলা সড়ক বিভাগ এই রাস্তার খবর রাখছেন না । স্থানীয় সংসদ সদস্য গাজী আমজাদ হোসেন মিলন এম,পি বলেন, আমি সওজের নির্বাহী প্রকৌশলীকে নিজে অবহিত করেছি তার পরেও কাজ শুরু হচ্ছে না । সড়ক ও জনপথ বিভাগ (সওজ)এর নির্বাহী ডাঃ মোঃ আহাদ উল্লাহ সাংবাদিকদের জানান, তাড়াশ উপজেলার রাস্তাগুলোর টেন্ডার হয়েছে, কাজ শুরু হবে ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়