শিরোনাম
◈ বুটেক্সকে তথ্য প্রযুক্তি ও বিশ্ব পরিস্থিতির বিবেচনায় শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ রাষ্ট্রপতির ◈ স্বর্ণের দাম কমলো ◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের 

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৮, ১০:৪১ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৮, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বক্সিং রিংয়ে নামলো সৌদি নারীরা

সময় টিভি : বক্সিং খেলতে এবার প্রস্তুত সৌদি আরবের নারীরা। পুরুষদের পাশাপাশি সৌদি নারীদের কাছেও সমান জনপ্রিয়তা পাচ্ছে বক্সিং। নানা বাধা সত্ত্বেও নারীরা এগিয়ে আসছে এই খেলায়। এ খেলার সাথে সম্পৃক্ত হতে পেরে দারুণ উচ্ছ্বসিত সৌদি আরবের নারীরা। রক্ষণশীল সমাজ ব্যবস্থাকে পাশ কাটিয়ে বক্সিংয়ের সাথে নারীদের যুক্ত হওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন দেশটির নারীরা।

সৌদি নারীর হাতে বক্সিং গ্লাভস! কিঞ্চিৎ বিস্ময়কর কিংবা অবাক হবার মতোই দৃশ্য। কেননা দেশটা যে সৌদি আরব। সম্প্রতি দেশটির প্রথা ভেঙে বেরিয়ে আসতে শুরু করেছে নারীরা। স্টেডিয়ামে বসে খেলা দেখার বিধিনিষেধ উঠে গেছে। গাড়ি চালানোর লাইসেন্সও পাচ্ছে সৌদি নারী। তারই ধারাবাহিকতায় এবার সৌদি নারীরা বক্সিং রিংয়ে।

পুরুষদের পাশাপাশি নারীরাও এই খেলায় অংশ নিতে শুরু করেছে। এই সুযোগ পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত দেশটির নারীরা। চাহিদার সাথে পাল্লা দিয়ে বাড়ানো হচ্ছে তাদের নানা সুযোগ-সুবিধা।

এক নারী বক্সার বলেন, ‘আমি দুই বছর ধরে এখানে অনুশীলন করছি। শুরুতে অনুশীলন ব্যবস্থা খুব একটা উন্নত ছিলো না। ধীরে ধীরে সব পরিবর্তন হচ্ছে। অনেক নারীই এখানে আসছেন বক্সিং অনুশীলন করতে। এর সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।’

আরেকজন বলেন, ‘আমি খেলাধুলা অনেক পছন্দ করি। বক্সিং খেলাটা পুরুষদের জন্যই উন্মুক্ত ছিলো। কিন্তু এখন আমরাও খেলছি। শুরুতে এটি কঠিন মনে হতো। ধীরে ধীরে খেলাটা আত্তীকরণ করছি।’

সামাজিক পট পরিবর্তনের ফলে সৌদি আরবের নারীদের মাঝে প্রভাব বিস্তার করছে নানারকম খেলা। আর তাই বক্সিংকেও দেয়া হচ্ছে বেশ গুরুত্ব। পাঁচজন পেশাদার বক্সারের অধীনে প্রায় ৬০ জন সৌদি নারীর জন্য ১০টি বক্সিংয়ের ক্লাস নেয়া হচ্ছে।
এক ট্রেইনার বলেন, ‘বক্সিং খেলার সাথে সম্প্রতি নারীরা সম্পৃক্ত হওয়া শুরু করেছে। এটি অনেক সুন্দর খেলা। তবে সবার আগে এর জন্য নিজের ফিটনেস ঠিক রাখাটাও জরুরি।’ খেলাধুলার ইতিবাচক প্রভাব অতি রক্ষণশীল সৌদি আরবের নারীদের এগিয়ে যাবে, এমন প্রত্যাশা সবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়