শিরোনাম
◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের  ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ২০

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৮, ১০:২৪ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৮, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৩ অক্টোবর সিলেটে জনসভা করবে ঐক্যফ্রন্ট

সাব্বির আহমেদ : কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৩ অক্টোবর সিলেটে জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। ওইদিন তারা শাহ জালালের মাজার জিয়ারত করবেন। ঐক্যফ্রন্টে থাকা সকল দলের মধ্যে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। যারা আগামী দিনে সকল কর্মসূচি নির্ধারণ করার দায়িত্বে থাকবেন।

মঙ্গলবার বিকেলে আ স ম আবদুর রবের উত্তরার বাসায় জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে একথা জানান ঐক্যফ্রন্টের শীর্ষনেতা আবদুর রব।

তিনি জানান, আগামীকাল বুধবার আবারও বৈঠক হবে। সে বৈঠক থেকে চূড়ান্ত কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত হবে। ঐক্যফ্রন্ট আগামীতে পর্যায়ক্রমে চট্রগ্রাম, রাজশাহী ও খুলনায় যাবে। নগণের আইস ব্রেক করতে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমরা তাদের কাছে যাব। জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা তাদের কছে যাব।

রব বলেন, আমরা আশা করি সরকার ও পুলিশ আমাদের কোনও বাধা দেবে না। জনগণ আমাদের সহায়তা করবে।

এর আগে সকাল এগারোটায় বিএনপি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমন্বিত সরকার বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম বৈঠক শুরু হয়।

দুপুর দুইটায় খাবারের বিরতি দেয়া হয়। তিনটার পর ফের বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ব্যারিস্টার মওনুল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসু সাবেক ভিসি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন স্বপন, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা আমিন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিন, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহিদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য মমিনুল ইসলাম, ড. জাহেদ উর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়