শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৮, ১০:৩১ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৮, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফল রফতানি বাড়াতে চিলির ব্যবসায়ীদের ঢাকা সফর

রাকিবুল হাসান : বাংলাদেশে বাড়ছে বিদেশি ফলের চাহিদা। আর এই বাজার ধরতে লাতিন আমেরিকার দেশ চিলি থেকে সম্প্রতি বাংলাদেশ সফরে এসে ফল আমদানিকারকদের সাথে বৈঠক করেছেন চিলির ফল রফতানিকারকেরা। বৈঠক শেষে বাংলাদেশে ফল রফতানি বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

চিলির ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশের মার্কেট অনেক বড়, আমরা চেষ্টা করছি এই বাজারে চিলির পণ্য আরো বাড়ানোর। দূরত্ব বেশি থাকায় বাংলাদেশে কন্টেইনার আসতে সময় লাগে। তবে কন্টেইনারে ফ্রিজিং ব্যবস্থা থাকায় তাজা ফল পেতে কোনো সমস্যা হয় না বলে জানান তারা।

তারা আরো বলেন, বাংলাদেশের মানুষদের ফল খাওয়ার প্রবণতা কেমন বা কী ধরনের ফল তারা পছন্দ করে তা জানতে ও বুঝতে আমরা এসেছি। ফলের গুণগত মান ধরে রাখতে আমরা সর্বোচ্চ মনোযোগী। এদেশের ভোক্তাদের কাছে তাজা ফল পাঠাতে আমরা কাজ করবো।

বাংলাদেশের ফল আমদানিকারক সমিতির সভাপতি সালিমুল হক ঈসা বলেন, এ বৈঠকের মাধ্যমে আমরা জাতে পারছি তাদের কাছে কী কী ফল আছে। এবং কী কোয়ালিটি তারা দিতে পারবে । ফরমালিন ছাড়া ও ক্যেমিকেল মুক্ত পণ্যের ব্যাপারে তাদের সাথে আলাপ হয়েছে।

চিলির ফল রফতানিকারক সমিতির পরিচালক শরিফ ক্রিস্টিয়ান ক্যারভাহাল বলেন, বাংলাদেশের বাজার সম্পর্কে চিলির ব্যবসায়ীদের তেমন ধারনা নেই। এ সফর বাংলাদেশের বাজার সর্ম্পকে ভালো ধারণা দিবে। অন্যদিকে সমস্যাগুলো সমন্ধেও আমরা জানতে পেরেছি।

বাংলাদেশের অনারারি কনস্যুলেট অব চিলি, আসিফ এ চৌধুরী বলেছেন, বর্তমানে বাংলাদেশে চিলির যে পণ্য রয়েছে তার পরিমাণ ভবিষ্যতে আরো কীভাবে বাড়ানো যায় সেসব বিষয় নিয়ে কথা বলেছেন তারা এবং বাংলাদেশে ব্যবসায়ীদের মধ্যে যারা লিডিং পজিশনে আছে তাদেরকেও তারা আহ্বান জানিয়েছেন চিলি ভ্রমণ করতে।

ভারতের চিলি দূতাবাস ও ট্রেড কমিশনার ক্যারোলিনা ডাসকুয়েজ বলেন, এই সফর চিলি সরকার ও ফল রফতানিকারকদের যৌথ উদ্যোগ। দূরত্ব বেশি তারপরও কীভাবে বাণিজ্য বাড়ানো যায় সেই লক্ষ্যে কাজ করছি আমরা।
সূত্র : যমুনা টিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়