Skip to main content

শ্রীলঙ্কা সিরিজ শেষ লিয়াম ডসনের

শ্রীলঙ্কা সিরিজ শেষ লিয়াম ডসনের
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ড দলের স্পিনার লিয়াম ডসন। এই ক্রিকেটার সাইড স্ট্রেইনের চোটে পড়েছেন। ফলে বাকি ম্যাচগুলোতে আর মাঠে নামা হবে না এ স্পিনারের। ডসনের বদলি হিসেবে অলরাউন্ডার জো ডেনলিকে দলে ডেকেছেন ইংল্যান্ড দলের নির্বাচকরা। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে জানানো হয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে গত শনিবার অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালীন চোটে পড়েন লিয়াম ডসন। লঙ্কান সফরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে মাত্র ৪ রান করার পর বল হাতে ৬ ওভারে ২৬ রান দিয়ে নিয়েছিলেন একটি উইকেট। সেই ম্যাচেই চোটে পড়ায় মঙ্গলবার তার ইংল্যান্ডে ফিরে যাওয়ার কথা রয়েছে। এ দিকে, সিরিজের তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে বুধবার। এই ম্যাচে ডেনলির খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে, সেই ম্যাচে ডসনের জায়গায় দেখা যেতে পারে টম কুরান অথবা স্যাম কুরানকে। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সিরিজের দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি হানা দিয়েছিল। বৃষ্টি বিঘিœত সেই ম্যাচে ৩১ রানের জয় তুলে নেয় সফরকারী ইংল্যান্ড। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর একটি টি-টোয়েন্টি ও ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড দল।