শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৮, ০৮:৫৩ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৮, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামের পূজা মণ্ডপ নিরাপত্তা নিয়ে ওসির প্রেস ব্রিফিং

সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা সদর থানা এলাকার মোট ৮১টি শারদীয় দুর্গাপূজা মণ্ডপ ও মণ্ডপের আশপাশ এলাকাগুলো নিরাপত্তা চাঁদরে ঢেকে দেয়া হয়েছে। দুর্গা উৎসবকে জুয়া এবং মাদক মুক্ত রাখা হবে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজার রহমান এ আত্মপ্রত্যয় ব্যক্ত করেন। কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর থানার ওসি (তদন্ত) রওশন কবির ও সেকেন্ড অফিসার নাজমুস সাকিব সজিব।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে ওসি মাহফুজার রহমান জানান, ৮১টি পূজা মণ্ডপে মোট ১’শ ২০ জন পুলিশ দায়িত্ব পালন করছে। এর মধ্যে ৬৮ জন এসআই এবং এএসআই রয়েছে। এর পাশাপাশি ৩’শ ৪৬ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবী নিরাপত্তার কাজে নিয়োজিত আছে।

উল্লেখ্য, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজার রহমান অবৈধ মাদক নির্মুলের উপর রংপুর রেঞ্চে ৫ বার এবং জেলা পর্যায়ে মোট ১০ বার শ্রেষ্ঠ ওসি হিসেবে পদক পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়