Skip to main content

মাহবুব তালুকদারকে সিইসির ধন্যবাদ

সাইদ রিপন: নির্বাচন কমিশনের দীর্ঘ দিনের কর্মকর্তাদের পদোন্নতি জটিলতা নিরসনের জন্য নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। মঙ্গবলার (১৬ অক্টোবর) আগারগাঁও নির্বাচন ভবনের অডিটরিয়ামে একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে সিইসি এ কথা বলেন। বৈঠকে নির্বাচন কমিশনার, মো. রফিকুল ইসলাম, মাহবুব তালুকদার, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাসহ ইসি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিইসি নূরুল হুদা বলেন, দীর্ঘদিন পরে ইসির অনেকের পদোন্নতি হয়েছে। এ পদোন্নতির পেছনে যারা কাজ করেছেন বিশেষ করে মাননীয় কমিশনার মাহবুব তালুকদারসহ সচিব, অতিরিক্ত সচিবসহ কমিটির সকল সদস্যকে ধন্যবাদ দেই। কারণ নানা জটিলতার কারণে দীর্ঘদিন এতো অভিজ্ঞরা পদোন্নতি বঞ্চিত ছিলেন। পরপর দুটি কমিশন বৈঠক বর্জন করেছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। গতকাল মঙ্গলবার বাক স্বাধীনতা ‘কেড়ে নেওয়ার’ অভিযোগ তুলে কমিশন সভা বর্জন করেন এই নির্বাচন কমিশনার। এর আগে গত ৩০ আগস্ট ইসির ৩৫তম কমিশন সভা হয়। ওই সভায় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধনী আনা হয়। তবে সেই সংশোধনীতে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে সভা বর্জন করেছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এদিকে মাহবুব তালুকদার হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইসি সূত্রে জানা গেছে, আগামী ২০ অক্টোবর যু্ক্তরাষ্ট্রের উদ্দেশে মাহবুব তালুকদারের ঢাকা ছাড়ার কথা রয়েছে। ব্যক্তিগত সফরে ২০ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মাহবুব তালুকদার যুক্তরাষ্ট্রে থাকবেন। সেখানে তিনি মেয়ে আইরিন মাহবুবের কাছে অবস্থান করবেন। কমিশনের সঙ্গে নিজের মতামতের অমিলের মধ্যে হঠাৎ করে বিদেশ সফরে যাচ্ছেন এই নির্বাচন কমিশনার। ফলে তাকে নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

অন্যান্য সংবাদ