শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৮, ০৭:০৫ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৮, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মি টু’ আন্দোলনের বিরুদ্ধে ৯৭ উকিল নামালেন এম জে আকবর

মালিহা নেছা : ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে ‘# মি টু’ আন্দোলনে শরীক হয়ে অনেক নারী মুখ খুলেছেন। কিন্তু আকবর অভিযোগগুলো অস্বীকার করে অভিযোগকারীদের বিরুদ্ধে মানহানির মামলা করে ৯৭ জন উকিল নিয়োগ দিয়েছেন।

প্রথম অভিযোগকারী নারী সাংবাদিক প্রিয়া রামানির বিরুদ্ধে আজ দিল্লির পাতিয়ালা কোর্টে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় মামলা করেন আকবর।

৯৭ জন আইনজীবীর মধ্যে ৩০ জনই নারী। তারা জানিয়েছেন, ‘সম্পুর্ণ ভিত্তিহীন তথ্য নিয়ে নিছক বদনাম ছড়ানোর জন্য প্রিয়া কুৎসা রটিয়েছেন।’ যার শাস্তি হতে পারে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড।

প্রিয়া এক বিবৃতিতে বলেছেন, ‘আমি কোনো মামলায় ভয় পাই না। লড়াই করার জন্য আমি তৈরি। সত্য এবং নিরঙ্কুশ সত্যই আমার হাতিয়ার। আকবর যতই মামলা করে অভিযোগকারীদের মুখ বন্ধ করতে চান না কেন তা সম্ভব হবে না।’

যৌন হয়রানির একের পর এক অভিযোগের কারণে আকবর পদত্যাগ করা নিয়ে প্রশ্ন উঠলে আকবর জানান, প্রতিটি অভিযোগ মিথ্যা এবং সাজানো। তাই পদত্যাগ করার প্রশ্নই উঠে না।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ এখনো আকবরের পাশে কেন? এমন প্রশ্নের উত্তরে বিজেপি জানিয়েছে, আজ না হোক কাল আকবরকে সরতেই হবে। কিন্তু সোশ্যাল মিডিয়ার চাপে পড়ে সরকার কোনো সিদ্ধান্ত নিতে রাজি নয়। তবে এই ‘#মি টু’ ঝড় কমলে মন্ত্রীসভার রদবদলের মাধ্যমে নিঃশব্দে আকবরকে সরিয়ে দেয়ার আশা করা হচ্ছে। আন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়