Skip to main content

খাসোকজি ইস্যুতে সৌদির সঙ্গে সংহতি প্রকাশ ১১টি মুসলিম দেশের

ওমর শাহ : খাসোকজি ইস্যুতে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সৌদি আরবের সঙ্গে সংহতি প্রকাশ করে পৃথক পৃথক বিবৃতি দিয়েছে ১১টি আরব ও মুসলিম দেশ। সৌদি আরবের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ, মিথ্যা অপবাদ ও অপপ্রচারকে তারা প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে। তাদের মধ্যে ওআইসি, আরব লীগ, জিসিসির মতো বড় বড় সংস্থাও রয়েছে। এ সকল মুসলিম বিশ্ব ও ইসলামি সংস্থাগুলো দাবি করেছে, শত্রুরা শক্তিশালী অপপ্রচার চালিয়েও সৌদি আরবকে নত করতে পারবে না। সকল আরব ও মুসলিম দেশ সৌদি আরবের সঙ্গে রয়েছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ সৃষ্টি ও মিথ্যা গল্প বানিয়ে সৌদি আরবের খ্যাতিতে প্রভাব ফেলতে পারবে না বলেও তারা মন্তব্য করেছেন। সংহতি প্রকাশ দেশগুলোর মাঝে রয়েছে, আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন, ফিলিস্তিন, জর্ডান, উমান, সোদান, জিবুতি, কুয়েত ও মিশর ও লেবানন। লেবাননের প্রধানমন্ত্রী সা’দ হারিরি বিবৃতিতে বলেছেন, সৌদি আরবের বিরুদ্ধে অপ্রচার প্রতিরোধে তার দেশ বাদশাহ সালমানের সঙ্গে রয়েছেন। লেবাননের সাবেক প্রধানমন্ত্রী তামাম সালাম বলেন, খাসোগজি ইস্যুকে সৌদি আরবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ও অর্থনৈতিক, রাজনৈতিক চাপ সৃষ্টির জন্য করা হয়েছে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ হাফিজ বলেছেন, মিশর জামাল খাসোগজি নিখোঁজের ঘটনায় সৃষ্ট শেষ ফলাফলের প্রতি গভীর নজর রাখছে। তারা চান যে ঘটনা ঘটেছে তার প্রকৃত রহস্য উম্মোচিত হোক। তদন্তের আগে অভিযোগ করা কাম্য নয়। সূত্র: উর্দু নিউজ