শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৮, ০৩:৪৫ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৮, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিথ্যাচারের প্রতিবাদ করলে বাকস্বাধীনতা হরণ হয়

নূহ উল আলম লেনিন: বিএনপি প্রতিনিয়তই ভিত্তিহীন কথা বলছে। তাদের সাথে রোজ টকশোতে আমাদের দেখা হয়। এমন কোনো কথা নেই যা তারা টকশোতে বলেন না। তাদের এসকল মিথ্যাচারগুলো বাধাতুল্য বলেই আমি মনে করি। বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবীর রিজভি তার অফিসে বসে বলেছেন ২১ আগস্টের গ্রেনেড হামলা হয়েছে আওয়ামী লীগের ইঙ্গিতে। এমন ধরনের মিথ্যাচার এবং কুৎসিত মন্তব্য করেও পার পেয়ে গেছেন। তাহলে বাকস্বাধীনতার কথা কোথা থেকে আসে? তারা যখন মিথ্যাচার করেন তখনতো কেউ তাদের মুখ চেপে ধরে না। বাকস্বাধীনতা কি তারা জনেন? আইনের উর্ধ্বে কেউ নয়, আইন সকলের জন্য সমান।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করছে পুলিশ। কাউকে হয়রানি করার জন্য গ্রেপ্তার করা হয়নি। যাদের গ্রেপ্তার করা হয় তারা কোনো না কোনো ভাবে ক্রাইমের সাথে জড়িত। এক্ষেত্রে বিএনপির নেতারা যদি বলেন, তাদের দলীয় নেতা কর্মীদের অন্যায় ভাবে গ্রেপ্তার করছে তাহলে এটি সম্পূর্ণ মিথ্যাচার করছে বিএনপির। গ্রেপ্তারের সাথে বাকস্বাধীনতার কোনো সম্পর্ক নেই। ড. জাফরুল্লাহ চৌধুরী টকশোতে বর্তমান সেনাবাহিনীর প্রধানকে নিয়েও মিথ্যাচার করেছেন। এবং পরে তিনি স্বীকার করেছেন যে, তিনি যা বলেছেন তা ভুল বলেছেন। তাদের এমন মিথ্যাচারকে কি বাকস্বাধীনতা বলা হয়? আর তাদের এগুলো করতে দিলেই দেশে বাকস্বাধীনতা আছে এবং বাধা দিলেই তারা বলে তাদের বাকস্বাধীনতা হরণ করা হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ করে বিএনপি যে ঐক্য গড়বে নির্বাচনকালীন সময়ে তার কোনো কার্যকারিতা থাকবে না। এবং তাদের এই ঐক্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিংবা জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব সৃষ্টি হবে না।

পরিচিতি : সাবেক সভাপতিমন্ডীর সদস্য, আওয়ামী লীগ/ মতামত গ্রহণ : তাওসিফ মাইমুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়