শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৮, ০৫:০৩ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৮, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুক্তি চাইলে আইরিশ সীমান্তের বিষয়ে ব্রাসেলসকে দাবী প্রত্যাহার করতে হবে

আসিফুজ্জামান পৃথিল : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, আয়ারল্যান্ড-সীমান্তের বিষয়ে ব্রাসেলস নিজেদের দাবী তুলে না নিলে ব্রেক্সিট চুক্তি হবে না। সোমবার রাতে পার্লামেন্টে দেয়া ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ব্রেক্সিট নিয়ে এদিন খুব উত্তপ্ত ছিলো হাউজ অব কমন্সের অধিবেশন, তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী দৃঢ়তার সাথে নিজের রক্ষণশীল ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন।

অধিবেশনে ইউরোপে থাকতে ইচ্ছুক এবং অনিচ্ছুক এমপিদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হলেও ঠা- মাথায় নিজের অবস্থানে অনড় ছিলেন মে। তিনি জানিয়েছেন, ব্রাসেলস যদি যুক্তরাজ্যের বাকি অংশ থেকে উত্তর আয়ারল্যান্ডকে বিচ্ছিন্ন করার দাবীতে অনড় থাকে, তবে তিনি কোন চুক্তি বা শর্ত ব্যতিরেকেই ব্লক ত্যাগ করবেন। তিনি বলেন, ‘আমরা আগেই পরিষ্কার করেছি, আমরা কোনভাবেই এমন কিছুতে রাজি হবো না, যা যুক্তরাজ্যের অখ-তাকে হুমকির মুখে ফেলে দেয়।’

বেশ কিছুদিন থেকে ইউরোপের পক্ষে থাকা ব্যক্তি ও গোষ্ঠী, বিশেষতঃ বরিস জনসন এবং আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি’র কাছ থেকে বড় রকমের চাপের মুখে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে ভাষণে তিনি এও বলেছেন, ইউরোপের সাথে মতপার্থক্য সত্ত্বেও ব্রেক্সিট চুক্তি এখনও সম্ভব। এছাড়াও মে তাদের কঠোর সমালোচনা করেছেন, যারা বলছেন, যুক্তরাজ্য ইউরোপিয় কাস্টমস আইনে সমস্যায় পড়বে।

এদিকে বিরোধিদলীয় নেতা জেরেমি করবিন বলেছেন, লেবার পার্টি নয়, নিজ দলের অন্তর্দ্বন্দ্বে সমস্যার মুখোমুখি হয়েছেন থেরেসা মে।
২০১৯ সালের মার্চে ইউরোপিয় ইউনিয়ন ত্যাগ করবে যুক্তরাজ্য। একই সাথে তারা ইউরোপের একক বাজার ব্যবস্থা আর কাস্টমসও ত্যাগ করবে। ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ড এবং ইউরোপের (রিপাবলিক অব আয়ারল্যান্ড) মাঝে নতুন সীমানা তৈরী হবে। যুক্তরাজ্য ও ইউরোপ উভয় পক্ষই ‘কঠিন সীমান্ত’ চায় না। কিন্তু কিভাবে এটি এড়িয়ে যাওয়া হবে, সে বিষয়ে একমত হতে পারছে না কোন পক্ষই। ডেইলি মেইল, বিবিসি। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়