শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৮, ০৪:৫৭ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৮, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরিয়ানায় লস্কর-ই-তৈয়বার টাকায় মসজিদ!

আসিফুজ্জামান পৃথিল : জঙ্গী সংগঠন লস্কর-ই-তৈবার টাকায় মসজিদ বানানো হয়েছে ভারতের হরিয়ানায়। রাজ্যটির গ্রামগুলিতে গরীব মেয়েদের বিয়ে দিতেও দেদারসে টাকা দিচ্ছে হাফিজ সাইদের হাতে গড়া সন্ত্রাসবাদী সংগঠন। ওই মসজিদের ইমামকে জিজ্ঞেসাবাদ করে এ কথা জানতে পেরেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সন্ত্রাসবাদী সংগঠনের কাছ থেকে টাকা নেওয়ার দায়ে মসজিদের ইমাম মোহাম্মদ সালমান আর তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম মোহম্মদ সেলিম ও সাজ্জাদ আবদুল ওয়ানি।
মসজিদটি বানানো হয়েছে হরিয়ানার পালওয়াল জেলার উট্টাওয়ার গ্রামে। মসজিদটির নাম ‘খুলাফা-ই-রাশিদিন’। ওই মসজিদের ইমাম মহম্মদ সালমনা এনআইএ-কে জানিয়েছেন, লাহোরের একটি বেসরকারি সংস্থা (এনজিও) ‘ফালাহ-ই-ইনসানিয়াৎ ফাউন্ডেশন (এফআইএফ)’-এর কাছ থেকে তিনি ওই টাকা নিয়েছিলেন। পাকিস্তানের ওই বেসরকারি সংস্থা এফআইএফ চালায় হাফিজ সাইদের হাতে গড়া রাজনৈতিক সংগঠন ‘জামাত-উদ-দাওয়া (জেইউডি)’। লস্কর-ই-তৈয়বা যার ছাতার তলায় রয়েছে। এফআইএফ-এরও নাম রয়েছে সন্ত্রাসবাদী সংগঠনের তালিকায়।
এনআইএ-র এক পদস্থ কর্তা জানিয়েছেন, হরিয়ানার গ্রামে ওই মসজিদের ইমাম সালমানকে জেরা করে জানা গিয়েছে, দুবাইয়ে থাকার সময় তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন লস্কর জঙ্গিদের সঙ্গে।
এনআইএ-র সেই কর্মকর্তা বলেছেন, ‘হাফিজ সাইদের দলের চালানো ওই বেসরকারি সংস্থাটি হরিয়ানার উট্টাওয়ার গ্রামে মসজিদটি বানানোর জন্য ইমাম মোহম্মদ সালমানকে ৭০ লাখ রুপি দিয়েছিল। শুধু তাই নয়, মেয়েদের বিয়ে দেওয়ার জন্যেও টাকা দেওয়া হয়েছিল ওই ইমামকে। মসজিদটি এখন কার টাকায় চলছে, আর সেই টাকা কী ভাবে খরচ করা হচ্ছে, এখন আমরা তার তদন্ত করছি।’ ওয়েব

  • সর্বশেষ
  • জনপ্রিয়