Skip to main content

দরজা বন্ধ করতে গিয়ে উড়োজাহাজ থেকে পড়ে গেলেন এয়ারহোস্টেস!

আসিফুজ্জামান পৃথিল: এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের দরজা বন্ধ করতে গিয়ে থেকে টারম্যাকে পড়ে গেছেন এক এয়ারহোস্টেস। সোমবার সকালে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। হর্ষা লোবো নামে ৫৩ বছর বয়সী ওই হোস্টেসকে নানাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।সকালে মুম্বাই থেকে দিল্লিগামী এআই ৮৬৪ উড়োজাহাজটি ছাড়ার আগে হর্ষা দরজা বন্ধ করতে গিয়েছিলেন। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের এক এয়ারহোস্টেস হর্ষা লোবো উড়োজাহাজের দরজা বন্ধ করতে গিয়ে টারম্যাকে পড়ে যান। তার পায়ে আঘাত লেগেছে। তাকে নানাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’ গত সপ্তাহেই দুবাইগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ত্রিচি বিমানবন্দরের দেয়ালে ধাক্কা খায়। এর পরেও বিমানটি উড়ে যায়। ওই ঘটনার পর বিশ্ব জুড়েই সমালোচনার মুখে পড়ে এয়ার ইন্ডিয়া। ওয়েব

অন্যান্য সংবাদ