শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৮, ০৪:১৯ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৮, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌‘মৃত্যুর আগে তারেক রহমানের ফাঁসি দেখতে চাই’

আবুল বাশার নুরু : তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি দাবি করলেন ২১শে আগস্ট গ্রেনেড হামলার আহতরা। আজ সোমবার (১৫ অক্টোবর) ঢাকার গুলশানে হোটেল লেকশোরে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি আয়োজিত এক কূটনৈতিক ব্রিফিংয়ে উপস্থিত হয়ে তারা এ দাবি জানান।

উপ-কমিটির চেয়ারম্যান রাষ্ট্রদূত মোহাম্মদ জমিরের সভাপতিত্বে ও আন্তর্জাতিক বিষয়ক সমপাদক ড: শাম্মি আহমেদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে আওয়ামী লীগ নেতারা বলেন শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করায় ছিল এই হামলার মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপকমিটির সদস্য ব্যারিস্টার শাহ আলী ফরহাদ।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, ভারত, চীন সহ মোট ৫০টি দেশের কূটনীতিক ও দাতা সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই ব্রিফিংয়ে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ২১শে আগস্ট হামলায় আহতরা। আহত ড: রুমা বলেন ‘১৪ বছর পরেও স্প্লিন্টার আঘাতের ভয়ংকর ব্যথা সহ্য করতে হয় প্রতিনিয়ত, ডাক্তাররা বলেছেন হারাতে হতে পারে বাম পা চিরতরে’।

আরেকজন আহত সেলিম বলেন, মৃত্যুর আগে তারেক রহমানসহ ২১শে আগস্টের সকল হামলাকারীদের মৃত্যুদণ্ড কার্যকর দেখে যেতে চান। এটাই তার শেষ ইচ্ছা। আহতদের মুখে ২১শে আগস্ট হামলা ঘটনার হৃদয় বিদারক বর্ণনা শুনে কূটনীতিকবৃন্দ সহ উপস্থিত সকলে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য লেফটেনেন্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) ফারুক খান এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড: দীপু মনি এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড: শাম্মি আহমেদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

প্রেসিডিয়াম সদস্য ফারুক খান বর্ণনা করেন ২১শে আগস্টের ভয়াল স্মৃতি। তুলে ধরেন কিভাবে তৎকালীন বিএনপি জামাত সরকার তদন্তকে ব্যাহত করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, রায় নিয়ে খুশি হলেও পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি মাস্টারমাইন্ড তারেক রহমানের ফাঁসির আদেশ না হওয়ায়।

ড: শাম্মি আহমেদ প্রতি ২১শে আগস্টের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের শাস্তি নিশ্চিত করতে তাদের দেশে ফিরিয়ে আনতে উপস্থিত কূটনীতিকদের সহায়তা কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়