শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৮, ০২:৩৩ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৮, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে এসআই মহিউদ্দিনকে পুলিশ হেডকোয়ার্টারে তলব

স্টাফ রিপোর্টার, বরিশাল : কোতোয়ালী মডেল থানার স্বল্প অতীত সময়কার ব্যাপক সমালোচিত সাবেক কর্মকর্তা মহিউদ্দিন শেখ। কনস্টেবল থেকে এসআই হওয়া মহিউদ্দিন বরিশাল থাকাকালে কতটা বিতর্কিত ছিলেন তা তার বদলীর খবরে নগরের চিহ্নিত মাদক ব্যবসায়ীদের চোখের পানি দেখেই অনুমান করা গিয়েছিল। বদলীর পর মধ্যখানে বছর কয়েকের ব্যবধানে বর্তমানের তার কর্মস্থল বরিশাল শহর লাগোয়া ঝালকাঠি জেলার নলছিটি থানায়। ওই থানায় এসআই মহিউদ্দিন শেখ যোগদানের কয়েক মাসের মধ্যেই গোটা নলছিটিজুড়ে শুরু হয় অস্থির পরিবেশের।

সম্প্রতি তার বিরুদ্ধে নলছিটির চিহ্নিত মাদক ব্যবসায়ী, র‌্যাবের হাতে আটক হওয়া নূর আলমকে সরাসরি শেল্টার দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু মাদক ব্যবসায় শেল্টার নয়, নূর আলমের দোকানে চলছে এসআই মহিউদ্দিনের গঠিত ‘নলছিটি থানার দ্বিতীয় শাখার’ কার্যক্রম -এমনটাই ভাষ্য স্থানীয়দের। নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, এসআই মহিউদ্দিন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। কারণ, তার মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা বিষয়ে পুলিশের হেডকোয়ার্টার্সে অভিযোগ দাখিলের পর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের জবাবদিহি করতে গেছেন তিনি।

অভিযোগ আছে, নূর আলমের বাহিনী ছেড়ে কেউ সুপথে ফিরতে চাইলে এসআই মহিউদ্দিন তাদের বাবা-মাকে ডেকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে অপকর্মে জড়িত থাকতে বাধ্য করে। এসকল অপকর্মের কেউ প্রতিবাদ করলে নূর আলমের লালিত সন্ত্রাসী দ্বারা তাদের লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ এলাকাবাসীর।

এলাকার মানুষের ভাষ্য- এসআই মহিউদ্দিন দম্ভোক্তি করে বলে বেড়ান তার ওপর প্রভাবশালী মহলের আশির্বাদ রয়েছে। উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ দিয়ে কোনো লাভ হবে না।

এদিকে পুলিশের একটি সুত্র যানায়, মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়ে পুলিশের হেডকোয়ার্টারে অভিযোগ জমা পড়েছে। পুলিশ হেড কোয়ার্টারস এসআই মহিউদ্দিনকে ঢাকায় তলব করা বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। সূত্রটি আরও জানায়, বদলী এবং মাদক সংশ্লিষ্টতার তদন্ত ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন এসআই মহিউদ্দিন। এমনকি অভিযোগকারী সন্দেহের নলছিটির অনেককে ফোন করে হুমকি দিয়ে মহিউদ্দিন বলছেন, আমি আবার নলছিটি থানায় আসতেছি। তারপর দেখা হবে আপনাদের সাথে। সার্বিক বিষয়ে এসআই মহিউদ্দিন শেখ’র কাছে জানতে তার মুঠোফোনে কল দিলে রিসিভ না করায় তার সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়