শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৮, ০৩:০৬ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৮, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে মুচিদের মাঝে এনএফএসের বস্ত্র বিতরণ

ফাহিম ফয়সাল : রাজধানীতে মুচিদের মাঝে বস্ত্র বিতরণ করেছে ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস) নামে একটি সামাজিক সংগঠন।

সোমবার (১৫ অক্টোবর) বিকালে রাজধানীর সেগুনবাগিচা, পল্টন ও তোপখানা রোডের বিভিন্ন এলাকা ঘুরে সংগঠনের সদস্যরা মুচিদের মাঝে লুঙ্গি ও গেঞ্জি বিতরণ করেন।

এ সময় ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির (এনএফএস) সভাপতি রাহাত হুসাইন বলেন, মুচি সম্প্রদায় রোদ-বৃষ্টি ধুলাবালির মধ্যে বসেই আমাদের সেবা দিয়ে থাকেন। জুতা মেরামত করে তারা জীবিকা নির্বাহ করে থাকেন। তারাও মানুষ, আমরাও মানুষ। আমাদের জুতাগুলো পরিপাটি হয় তাদের হাতেই। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায়ও তারা অবহেলিত। আমাদের জুতা মেরামত করে তারা জীবিকা নির্বাহ করলেও তাদেরকে ভাগ্যের মেরামত হয়নি আজও।

তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া অবহেলিত মানুষের ভাগ্যের উন্নয়নে সরকারের পাশপাশি বিত্তবানদেরকেও এগিয়ে আসতে হবে। ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির বন্ধুরা ছোট পরিসরে হলেও তাদের পাশে এসে দাড়াতে চেষ্টা করেছে। আমরা চাই অন্যান্য সামাজিক সংগঠনের বন্ধুরাও ‌‌‌মানবতার কল্যাণে বন্ধুত্ব এই স্লোগানকে ধারণ করে মনুষ্যত্বের কল্যাণে এগিয়ে আসুক। আমরা চাই তাদের (মুচি সম্প্রদায়ের) দুর্গা পুজা ভালো কাটুক।

বস্ত্র বিতরণের সময় ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি সিনিয়র সহ-সভাপতি আশিকুর রহমান, নাজমুল করিম, সিনিয়র যুগ্ম-মহাসচিব মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক আহসান হাবিব সবুজ, গণমাধ্যম বিষয়ক সম্পাদক সালেকুজ্জামান রাজীব, সদস্য মাহবুব আলম, এলিজা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়