শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৮, ০২:০৬ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৮, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রযুক্তির আসক্তিতে তরুণরাই অসুস্থ হচ্ছে

সাজিয়া আক্তার : প্রযুক্তির ছোঁয়ায় বেশি প্রভাবিত হচ্ছে তরুণরা। আর এতে মগ্ন থাকার প্রবণতা তাদের মধ্যে এক ধরনের আসক্তিতে ফেলছে। প্রতি পাঁচজন তরুণের মধ্যে একজন মানসিক রোগে ভুগছে যা পৃথিবীর মোটজনসংখ্যার ২০ শতাংশ। বর্তমানে ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ৯০ ভাগই ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণ। আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। সূত্র : যমুনা টেলিভিশন

সোমবার আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে মানসিক স্বাস্থ্য অধিবেশনে এসব তথ্য জানান মনোরোগ বিশেষজ্ঞরা। তারা বলেন, আধুনিক বিশ্বে তরুণদের মধ্যে মাদকাসক্তি, ইন্টারনেট আসক্তি, সাইবার ক্রাইম প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। মানসিক রোগে আক্রান্ত তরুণরা যেনো চিকিৎসা নেয়, সেই বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা। তারা বলেন, মানসিক রোগ মানেই কেউ পাগল নয়।

অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় আক্রান্তরা লজ্জা এবং কুসংস্কারের জন্য চিকিৎসা নিতে পারে না। এতে করে তাদের কর্মক্ষমতা নষ্ট হয়। তৃণমূল পর্যায় থেকেই মানসিক রোগীদের চিকিৎসা দেয়া হয়। যেখানে এমবিবিএস চিকিৎসক আছে সেখানেই এর প্রাথমিক চিকিৎসা দেয়া সম্ভব। বিশেষজ্ঞ পর্যন্ত সবার যাওয়ার প্রয়োজন পড়ে না। জটিল পর্যায়ে গেলে তখন বিশেষজ্ঞদের কাছে রেফার করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা পর্যাপ্ত না হওয়ায় পূর্ণাঙ্গ মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমপক্ষে আরও ৫০ বছর সময় লাগে বলে ধারণা করেন বিশেষজ্ঞরা।

সম্পাদনায় : সালেহ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়