শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৮, ০১:৪১ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৮, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিলের সঙ্গে মণিকার সম্পর্ক ক্ষমতার অপব্যবহার নয়: হিলারি

লিহান লিমা: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে তৎকালীন হোয়াইট হাউসের ইর্ন্টান মণিকা লিউনেস্কির সম্পর্ক ‘ক্ষমতার অপব্যবহার নয়’ বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হিলারি বলেন, ‘তারা দু’জনেই ছিলেন প্রাপ্তবয়স্ক। মণিকার ২২ বছর ছিলো। তাই এখানে ক্ষমতার অপব্যবহারের প্রশ্নই ওঠেনা।’ এই সময় উপস্থাপক তাকে প্রশ্ন করেন, এই ইস্যুতে বিল ক্লিনটনের পদত্যাগ করা উচিত ছিল না ? উত্তরে হিলারি বলেন, ‘অবশ্যই না। বিল পদত্যাগ না করে সঠিক কাজ করেছেন।’ যদিও মণিকার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রথমে সংবাদ সম্মেলনে মিথ্যে কথা বলার দায়ে অভিশংসনের শিকার হতে হয় বিলকে।

হিলারি বলেন, ‘এই ঘটনা নিয়ে তখন তদন্ত করা হয়েছিলো। কিন্তু বর্তমানে যিনি ক্ষমতাসীন ( প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ) তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, যা তিনি অস্বীকার করছেন, সেটি নিয়ে তদন্ত কোথায়?’। এক সপ্তাহ আগে সিএনএন এর সঙ্গে এক সাক্ষাৎকারে হিলারি বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারণার সময় থেকেই নারীদের অপমান, আক্রমণ ও হেয় করে আসছেন, হোয়াইট হাউসেও তিনি একই কাজ করছেন।’ তিনি আরো বলেন, কাভানফের নিয়োগ বিচারব্যবস্থার অপমান। এই ঘটনা আমাকে বিচলিত করেছে।’ এই সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি ব্রিট কাভানভের সঙ্গে বিলের ঘটনাকে মেলানোর বিষয়টি প্রত্যাখ্যান করেন। ডেইলি মেইল, সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়