Skip to main content

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ভারতীয় মাদকদ্রব্যসহ আটক

আলম হোসেন অলি, হিলি (দিনাজপুর): হিলিতে পুলিশের বিশেষ অভিযানে গাজাঁ ও ভারতীয় ফেন্সিডিল সহ ৫ জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। আজ সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম উপজেলায় অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় নওপাড়া এলাকার মতিন আলী ও ফরিদা বেগমকে দেড় কেজি গাজাঁ ও ফেন্সিডিল সহ আটক করা হয়। এছাড়াও ওরেন্টভুক্ত আসামিকে আটক করা হয়।হিলিতে বিজয় ফুল তৈরি ও বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

অন্যান্য সংবাদ