Skip to main content

জাতীয় যুব মহিলা হ্যান্ডবলের ফাইনালে নওগাঁ-জামালপুর

নিজস্ব প্রতিবেদক : ‘ওয়ালটন ৫ম জাতীয় যুব মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা-২০১৮’ এর ফাইনালে উঠেছে নওগাঁ ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থা। আজ সোমবার ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ১৭-৪ গোলে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে ফাইনালে নাম লেখায়। প্রথমার্ধে বিজয়ী দল ৭-২ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয় সেমিফাইনালে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ২১-১২ গোলে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে ফাইনালের টিকিট পায়। প্রথমার্ধে বিজয়ী দল ১১-৬ গোলে এগিয়ে ছিল। আগামী ১৭ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থা। ফাইনাল ম্যাচটি বিকেল সাড়ে তিনটা থেকে সরাসরি সম্প্রচার করবে প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। তার আগে মঙ্গলবার তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে সকাল ১১ টায় মুখোমুখি হবে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা ও পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা। এবারের এই প্রতিযোগিতায় চারটি গ্রুপে ১২টি দল অংশ নিয়েছে। ‘ক’ গ্রুপে ছিল নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা, যশোর জেলা ক্রীড়া সংস্থা ও গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। ‘খ’ গ্রুপে ছিল জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা ও মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা। ‘গ’ গ্রুপে ছিল পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা ও ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা। ‘ঘ’ গ্রুপে ছিল ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। ১৩ ও ১৪ অক্টোবর হয় গ্রুপ পর্বের খেলাগুলো। চার গ্রুপের সেরা চারটি দল সেমিফাইনালে উঠবে। আজ ১৫ অক্টোবর হয় দুটি সেমিফাইনাল। ১৬ অক্টোবর হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর ১৭ অক্টোবর বিকেলে হবে ফাইনাল।