শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৮, ০১:১৯ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৮, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজীবের ক্ষতিপূরণ বিষয়ে রুল শুনানি ১৪ নভেম্বর

এস এম নূর মোহাম্মদ : সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া তিতুমীর কলেজের ছাত্র রাজীবের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণের রুলের ওপর চূড়ান্ত শুনানির জন্য আগামী ১৪ নভেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এ দিন ধার্য করেন।

এদিকে রিটকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটি আদালতে প্রতিবেদন দিয়েছে। যেখানে বিআরটিসি ও স্বজন পরিহন দুই বাসের চালকদেরই বড় গাড়ী চালানোর লাইসেন্স ছিল না। তাদের হালকা যানবাহন চালনার লাইসেন্স ছিল। কমিটির প্রতিবেদনে শমরিতা হাসপাতালকেও দায়ী করেছে। তারা দ্রুত চিকিৎসা শুরু করতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া চালকদের ট্রিপ ভিত্তিক গণপরিবহন চালানোর বিষয়টি বাতিল করে মাসিক ভিত্তিতে বেতন দেওয়ার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। এর বাইরে সড়ক দুর্ঘটনা রোধে কমিটি ১৮ দফা সুপারিশ পেশ করেছে।

এর আগে রিট আবেদনের প্রেক্ষিতে গত ৮ মে কোটি টাকা ক্ষতি পূরণ দিতে নির্দেশসহ রুল জারি করেন হাইকোর্ট। পরে আপিল বিভাগে গেলে ওই আদেশ স্থগিত করে দায় নিরুপনে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়