শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৮, ০১:১৯ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৮, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোরেলগঞ্জে পানগুছিতে বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ভাঙ্গন থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

আজ সোমবার গাবতলা, কাঠালতলা ও খাউলিয়া গ্রামের দুই শতাধিক নারী পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মোরেলগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ আলী এ কর্মসূচির আয়োজন করেন। পরিষদের অন্যান্য সদস্যগণও যোগ দেন। ভাঙ্গনরোধে দ্রুত ও টেকসই বেড়িবাঁধের দাবি জানানো হয় মানবন্ধনে। কয়েক বছর ধরে পানগুছি নদীর ভাঙ্গনে ওই তিনটি গ্রামের কমপক্ষে ৪শ’ পরিবার তাদের ভিটেমাটি হারিয়েছে। গতকাল রবিবার গাবতলা গ্রামের ২৫একর জমি ধসে গেছে নদীতে।

২০১৭ সালের জুলাই মাসে স্থানীয় সংদস্য সদস্য ডা. মোজাম্মেল হোসেন এলাকা পরিদর্শন করেন। ওই সময় তিনি গাবতলা হতে পশুরবুনিয়া অভিমুখে আড়াই কিলোমিটার বেড়িবাঁধের জন্য পানিসম্পদ মন্ত্রীর নিকট ডিও লেটার দেন।

ডিও লেটারে বলা হয়েছে, ‘স্বাধীনতার পূর্বে বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যে পোল্ডার নং-৩৫/২ নামে একটি প্রকল্প গ্রহন করা হয়েছিল যা অদ্যাবধি বাস্তবায়িত হয়নি’। ডিও লেটারের ভিত্তিতে পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম গেল বছরের ১২ জুলাই পাউবো মহাপরিচলকেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

ক্ষতিগ্রস্থদের পক্ষে ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ আলী বলেন, কয়েক’শ পরিবার তাদের মাথা গোজার ঠাই হারিয়ে ছিন্নমূলে পরিণত হয়েছে। এখন প্রয়োজন টেকসই বেড়িবাঁধের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়