Skip to main content

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি গঠন

এস এম নূর মোহাম্মদ : সুপ্রিম কোর্টে বার ভবনের ১ নং হলে সভা করার সময় চেয়ারে বসতে না পারার কারনে হট্টগোল করায় ব্যারিস্টার সাইয়েদুল হক সুমনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয়। এতে সমিতির সিনিয়র সহ সভাপতি মো. গোলাম মোস্তফাকে আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে সমিতির আরেক সহ সভাপতি ড. গোলাম রহমান ভূঁইয়া, সমিতির সদস্য মো. আহসনা উল্লাহ ও শেখ মোহাম্মদ মাজু মিয়াকে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। এর আগে আপিল বিভাগে বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগে গত ৯ অক্টোবর প্রতিবাদ সভা করি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। তবে সমাবেশের কারণে চেয়ারে বসতে না পেরে সমিতির নেতাদের সঙ্গে বাকবিত-ায় জাড়িয়ে পড়েন আওয়ামী লীগপন্থি আইনজীবী সৈয়দ সাইয়েদুল হক সুমন। তবে সমাবেশের পর সাধারণ আইনজীবীরাও সুমনের আচরণকে ভালভাবে নেননি। উপস্থিত সবাই এসময় সুমনের সমালোচনা করেন।

অন্যান্য সংবাদ