Skip to main content

জব্দ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনুমতি পাননি ডেসটিনির রফিকুল আমিন

এস এম নূর মোহাম্মদ : ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমিনের জব্দ করা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনুমতি দেননি হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এ সংক্রান্ত আবেদন খারিজ করে দেন। এর আগে ২০১২ সালে দুদকের আবেদনের প্রেক্ষিতে ডেসটিনি গ্রুপের বিভিন্ন ব্যাংকে থাকা ৩০ টি অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ। পরে ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি রফিকুল আমিন টাকা উত্তোলনের জন্য আবেদন করলে নামঞ্জুর করা হয়। পরে এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে ২০১৬ সালের গত ৫ এপ্রিল আপিল করা হয়। তবে আজ আবেদনটি খারিজ করে দেন হাইকোর্ট।

অন্যান্য সংবাদ