শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৮, ০১:০৩ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৮, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি নারী শ্রমিকদের নির্যাতনের বিষয়ে সৌদি সরকারের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী

তরিকুল ইসলাম : সৌদি আরবের বাদশাহ'র আমন্ত্রণে চারদিনের সফরে মঙ্গলবার সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী। এই সফরে সামরিক সহযোগিতাসহ দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এছাড়াও সৌদি আরবে বাংলাদেশি নারী শ্রমিকরা নির্যাতনের শিকার যাতে না হন সেবিষয়েও দেশটির সরকারের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া রিয়াদে নব নির্মিত বাংলাদেশ চ্যান্সেরি ভবন উদ্বোধন করাসহ দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন প্রধানমন্ত্রী। দেশটির কাউন্সিল অব সৌদি চেম্বারস কর্তৃক আয়োজিত এক বিজনেস সেমিনারেও অংশগ্রহণ করবেন। সফর শেষে আগামী শুক্রবার (১৯ অক্টোবর) ঢাকায় ফিরবেন তিনি।

সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।

মাহমুদ আলী বলেন, সরকারী ও বেসরকারী খাতে সহযোগিতা সংক্রান্ত একাধিক সমোঝতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা যায়। এই সফরে ব্যবসা-বাণিজ্য, সামরিক সহযোগিতা, শ্রম সংস্থানসহ অন্যান্য ক্ষেত্রে আরও জোরদার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব ও দক্ষ কূটনৈতিক তৎপরতায় সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক আরো জোরালো ও বহুমুখী হয়েছে। ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি সামরিক ক্ষেত্রেও সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক সম্প্রসারিত হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের আর্থ-সামাজিক খাতে অর্জিত সাফল্য সৌদি নেতৃবৃন্দের নিকট তুলে ধরবেন এবং দারিদ্র ও শোষণমূক্ত জ্ঞান-ভিত্তিক উন্নত বাংলাদেশ নির্মাণে আগামী দিনগুলোতে বিভিন্ন খাতে সৌদি আরবের আরো বেশী অংশিদারিত্বের উপায় ও কৌশল নিয়ে আলোচনা করবেন।

এ ছাড়া দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের শ্রমখাত, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহায়তা, মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য ও সমৃদ্ধি, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে সৌদি আরব সফর করেন। ২০১৭ সালে আরব ইসলামিক-আমেরিকান শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য তিনি রিয়াদ যান। ২০১৮ সালে দাম্মামে গাল্ফ শিল্ড-১ নামে যৌথ সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়